চট্টগ্রামে ক্যারিবীয়দের বিপক্ষে লড়ছে সোহানরা
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে সফল হতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সাদা বলের ক্রিকেটের হতাশা ভুলে এবার লাল বলের ক্রিকেটের জন্য প্রস্তুত হচ্ছেন সফরকারীরা। মূল লড়াইয়ের আগে বাংলাদেশে ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলছেন অতিথিরা।
আজ শুক্রবার তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে ব্যাট করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় ক্যারিবীয়রা। দলীয় ৬৭ রানে তাদের প্রথম উইকেট তুলে নেন শাহদাত হোসেন। আউটের আগে জন ক্যাম্পবেল খেলেন ৪৪ রানের ইনিংস। এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশকে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান।
ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের মুখোমুখি হবে সফরকারীরা। আগামী ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ১১ ফেব্রুয়ারি থেকে।