চাকরি হারালেন ওলে গুনার সুলশার
গত এক মাস ধরে ফুটবলে বাজে সময় পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের টানা ব্যর্থতার মধ্যেই গুঞ্জন উঠেছিল, চাকরি হারাতে যাচ্ছেন ম্যানইউর কোচ ওলে গুনার সুলশার। অবশেষে সেটাই সত্যি হলো। সুলশারকে বরখাস্ত করল ম্যানচেস্টার ইউনাইটেড।
এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি তাদের বিবৃতিতে জানিয়েছে, কঠিন হলেও সুলশারকে বহিস্কার করার দুঃখজনক সিদ্ধান্ত তাদেরকে নিতে হয়েছে।
চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে ৫-০ গোলে হারার পরও অবশ্য কোচ সুলশারের ওপর ভরসা রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড বোর্ড। ভরসা রেখেছিল নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ২-০ গোলে হারের পরও।
কিন্তু সেই ভরসা রাখতে পারলেন না সুলশার। আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরেই তাঁর অধীনে আরেকটি হার দেখল ম্যানইউ। গতকাল শনিবার রাতে তারা হেরে গেল ওয়াটফোর্ডের বিপক্ষে। প্রিমিয়ার লিগে গত পাঁচ ম্যাচে এই নিয়ে চতুর্থ ম্যাচে হার দেখলে ক্লাবটি। ওয়াটফোর্ডের বিপক্ষে ৪-১ গোলে হারার পর শেষ পর্যন্ত সুলশারকে বরখাস্ত করল ম্যানইউ। তাঁর বিদায়ে আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মাইকেল ক্যারিক।
চলতি লিগে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলে সপ্তম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা চেলসির চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে তারা। ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে ওয়াটফোর্ড।