টাইব্রেকারে হেরে বিদায় বাংলাদেশের দিয়ার
টোকিও অলিম্পিকের প্রথম রাউন্ডেই থেমে গেল দিয়া সিদ্দিকীর স্বপ্নযাত্রা। মেয়েদের রিকার্ভ এককের প্রথম রাউন্ডে বাংলাদেশের দিয়াকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বেলারুশের কারিনা দিওমিনসকায়া। ফলে এখানেই শেষ হলো দিয়ার অলিম্পিক মিশন।
আজ বৃহস্পতিবার মেয়েদের রিকার্ভ এককে প্রথম রাউন্ডে টাইব্রেকারে দিয়াকে ৬-৫ সেট পয়েন্টে হারিয়েছেন কারিনা দিওমিনসকায়া।
অথচ প্রথম সেটে এগিয়ে ছিলেন দিয়াই। তিন শটে মেরেছেন ৬, ৯, ৮ (২৩)। বিপরীতে কারিনা করেন ৪, ৯, ৯ (২২)। জয় দিয়া শুরু হয় দিয়ার।
এরপর দ্বিতীয় সেটে হোঁচট খেয়ে বসেন দিয়া। এক পয়েন্ট বাড়িয়ে সমতায় ফেরেন কারিনা। দ্বিতীয় সেটে কারিনা মারেন ৯, ৮, ৯ (২৬)। দিয়া মারেন ৯, ৭, ৯ (২৫)।
তৃতীয় সেটে আবার দুজন মারেন সমান-সমান। দিয়া মারেন ৭, ৯, ৯ (২৫)। কারিনাও মারেন ৯, ৮, ৮ (২৫)। এরপর চতুর্থ সেটে কারিনা মারেন ২৭। দিয়া এই সেটে ১০ মেরে ভালোভাবে শুরু করলেও পরে থেমেছেন ২৫ পয়েন্টে। পঞ্চম সেটে কারিনা মারেন ২৫ একইভাবে দিয়াও মারেন ২৫।
মোট পাঁচ সেট শেষে দুজনে পয়েন্ট দাঁড়ায় সমান ৫। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ম্যাচের ভাগ্য গড়ে দেন কারিনা। তিনি মারেন ১০ আর দিয়া মারেন ৯। ফলে লড়াই করেও বিদায় নিতে হয় বাংলাদেশের দিয়াকে।
টোকিও অলিম্পিকে সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল রোমান সানাকে নিয়ে। কিন্তু তিনি পারেননি। গত মঙ্গলবার ছিটকে যান মূল লড়াই থেকে। অলিম্পিক আর্চারির রিকার্ভ এককে প্রথম রাউন্ডে গ্রেট বৃটেনের টম হলকে হারালেও দ্বিতীয় রাউন্ডে তিনি কানাডার ক্রিসপিন ডুয়েনাসের কাছে হেরে যান। রোমানের পর এবার বিদায় নিলেন দিয়া সিদ্দিকী।