পাপনের মন্তব্য নিয়ে নীরব মুমিনুল
ইডেন টেস্টের দ্বিতীয় দিন শেষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। একদিন বাদে আজ রোববার টেস্টে ভরাডুবির পর বিষয়টি নিয়ে জানতে চাওয়া অধিনায়ক মুমিনুল হকের কাছে। কিন্তু বিসিবি সভাপতির মন্তব্য নিয়ে সম্পূর্ণ নীরব রইলেন টেস্ট অধিনায়ক। তিনি মনে করেন, সভাপতির মন্তব্য নিয়ে কিছু বলার জন্য সঠিক ব্যক্তি নন তিনি।
ইডেন টেস্টে সোয়া দুই দিনেই হেরেছে বাংলাদেশ। ইনিংস ও ৪৬ রানের জয়ে সিরিজ ২-০ তে নিজেদের করে নিয়েছে ভারত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাপনের মন্তব্য নিয়ে মুমিনুল বলেন, ‘তিনি কথা বলার সময় আমি তো সামনে ছিলাম না। যেহেতু তিনি আপনাদের বলেছেন, সেই হিসেবে আমার মন্তব্য করা ঠিক না। আমার মনে হয় না, এই বিষয়ে কথা বলার জন্য আমি সঠিক ব্যক্তি। আমার মনে হয় না, আমি এই ব্যাপারে মন্তব্য করতে পারব।’
তবে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত ভুল মনে করেন না মুমিনুল। বরং গোলাপি বলে টেস্ট খেলাটাকে চ্যালেঞ্চ বলে উল্লেখ করেন তিনি, ‘টস জিতে আমরা যদি ফিল্ডিং করতাম ওরা ঠিকই (বড় ইনিংস খেলত)। পরে আমাদের ওই একই চ্যালেঞ্জের কিন্তু মুখোমুখি হতে হতো। লাল বলের চেয়ে নতুন গোলাপি বলে কিন্তু চ্যালেঞ্জ অনেক বেশি। যখন শিশির পড়ে, বল ভেজে— তখন এর মুভমেন্ট অনেক কমে আসে।’
এর আগে গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বাংলাদেশ আগে ব্যাটিং নেওয়ায় সত্যিই আশ্চর্য হয়েছি আমি। আগের দিনও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে, কোচ-অধিনায়ক দুজনই বলেছে ফিল্ডিং নেবে। এটা নিশ্চিত ছিল। টস জিতে যখন দেখেছি ব্যাটিং নিয়েছে, তখনই ধাক্কা খেয়েছি। অতি আত্মবিশ্বাসের কারণে কি না জানি না। ভারতীয়দের যার সঙ্গেই কথা বলেছি, বলেছে তারা প্রথমে ফিল্ডিং নিত। ওরা ব্যাটিং কখনোই নিত না। সতেজ উইকেট। গোলাপি বল কেমন আচরণ করে সেটা না বুঝে ভারত আগে ব্যাটিং নিত না।’

স্পোর্টস ডেস্ক