বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা
কদিন বাদেই মাঠে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। ঘরের মাঠে আসন্ন সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। কিউইদের দলে নতুন তিনজন সুযোগ পেয়েছেন। তাঁরা হলেন, ডেভন কনওয়ে, উইল ইয়াং ও ড্যারিল মিচেল।
এর মধ্যে কনওয়ের ডাক পাওয়াটা প্রত্যাশিতই ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ খেলার পুরস্কার হিসেবে তাঁর সুযোগ মিলেছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলেও।
ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের দল দিয়েছে নিউজিল্যান্ড। চোটের কারণে এই সিরিজে নেই দলটির নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। তাঁর বদলে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।
উইলিয়ামসন ছাড়াও চোটের কারণে নেই লকি ফার্গুসন ও কলিন ডি গ্র্যান্ডহোম। জায়গা হয়নি লেগ স্পিনার ইশ সোধির। একজন স্পিনার শুধু মিচেল স্যান্টনারকে নেওয়া হয়েছে।
আগামী ২০ মার্চ থেকে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের লড়াই। সিরিজের পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। কয়েকদিন আগে নিউজিল্যান্ড সফরের সূচিতে কিছুটা বদল এনেছিল স্বাগতিক ক্রিকেট বোর্ড। তবে সূচি বদলালেও আগের ভেন্যুতেই হবে খেলা। সিরিজের প্রথম ওয়ানডে হবে ডানেডিনে, দ্বিতীয়টি হবে ক্রাইস্টচার্চে আর শেষটি হবে ওয়েলিংটনে।
এই ক্রাইস্টচার্চেই সবশেষ নিউজিল্যান্ড সফরে খেলার কথা ছিল বাংলাদেশের। ওই টেস্টের আগে ক্রাইস্টচার্চের একটি মসজিদে হামলা হলে টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফিরে আসে বাংলাদেশ দল।
আসন্ন সফরে আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি টি-টোয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল। প্রথম ম্যাচটি হবে হ্যামিল্টনে, দ্বিতীয়টি নেপিয়ারে, শেষটি অকল্যান্ডে।
নিউজিল্যান্ড ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জেমস নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, উইল ইয়াং।