ব্যাটিংস্বর্গে কেমন হবে বাংলাদেশ একাদশ?
প্রথম টি-টোয়েন্টিতে দিল্লির মাঠে উইকেট স্লো ছিল। রানের জন্য হিমশিম খেতে হয়েছে দুই দলকেই। সেই থেকে রাজকোটের উইকেট পুরোপুরি আলাদা। এখানকার উইকেট পুরোপুরি ব্যাটিংস্বর্গ, তাতে বোলার চেয়ে ব্যাটসম্যানদেরই ভূমিকা থাকবে বেশি। সে ক্ষেত্রে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ?
উইকেট যেমনই হোক, জয়ের জন্য ম্যাচের কম্বিনেশন ভাঙতে চাইবে না কোনো দলই। তাতে প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে উইকেট দেখে। যেমনটা ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।
ম্যাচের আগের দিন গতকাল বুধবার মাহমুদউল্লাহ বলেছিলেন, ‘একাদশ পরিবর্তন নিয়ে চিন্তা নেই, তবুও যখন মাঠে আসব তখন উইকেট দেখে যদি মনে হয় একাদশ পরিবর্তনের কথা, তখন করলেও করতে পারি। তবে আমরা আগের ম্যাচের জয়ের কম্বিনেশনই রাখার চেষ্টা করব।’
আজকের ম্যাচটি জিততে পারলেই প্রথমবার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে দ্বিপক্ষীয় সিরিজ জয়ের গৌরব অর্জন করবে বাংলাদেশ। তাই কোনো পরীক্ষা-নিরীক্ষায় না গিয়ে আগের ম্যাচের একাদশেই চোখ থাকতে পারে টিম ম্যানেজমেন্ট। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।

স্পোর্টস ডেস্ক