মারা গেছেন মোহাম্মদ আলীর বন্ধু আন্তোনিও ইনোকি

জাপানের পেশাদার রেসলার ও রাজনীতিবিদ আন্তোনিও ইনোকি আর নেই। আজ শনিবার ৭৯ বছর বয়সে মারা যান তিনি। একটি বিরল রোগের সঙ্গে লড়াই করে আর পারেননি। ফিরে যান না ফেরার দেশে।
ইনোকি ১৯৭২ সালে যে কোম্পানির হয়ে পেশাদার রেসলিং শুরু করেছিলেন তারা টুইটারে পোস্ট করেছেন লিখেছে, ‘নতুন জাপান প্রো-রেসলিং আমাদের প্রতিষ্ঠাতা আন্তোনিও ইনোকির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। পেশাদার রেসলিংয়ে তার কৃতিত্ব কখনও বিস্মৃত হবে না।’
রয়টার্সের খবরে জানা যায়, ইনোকি ১৯৬০-এর দশকে জাপানের প্রো-রেসলিং সার্কিটের অন্যতম বড় নাম হয়ে ওঠেন। ১৯৭৬ সালে তাঁর খ্যাতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে যখন তিনি বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীর সাথে একটি মিশ্র মার্শাল আর্ট ম্যাচ খেলেন। যাকে ‘শতাব্দীর সেরা’ বলে বিবেচনা করা হয়।
পরে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৮৯ সালে জাপানের সংসদের উচ্চকক্ষে একটি আসন জিতেছিলেন। পরের বছর উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকে গিয়ে জাপানি জিম্মিদের পক্ষে গিয়ে তিনি শিরোনাম হন। যারা পরবর্তীতে মুক্তি পায়।

সোশ্যাল মিডিয়া জুড়ে ইনোকির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আরেক প্রো কুস্তিগীর ও রাজনীতিবিদ আতসুশি ওনিতা টুইট করেছেন, ‘এক যুগের অবসান হয়েছে। ধন্যবাদ, ইনোকি-সান। প্রো রেসলিং এর সর্বোচ্চ পিতা।’
ইনোকি একজন আইন প্রণেতা হিসেবে উত্তর কোরিয়া অসংখ্য সফর করেছেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করেছেন, বলেছেন টোকিও পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীর সাথে মধ্যস্থতায় ভূমিকা রাখতে পারে।