মেদ কমানোর বিজ্ঞাপনে নাম ব্যবহার, পুলিশের দারস্থ শচীন
আইপিএল নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। খেলাধুলা ছেড়ে দিলেও এখন বিজ্ঞাপনের বাজারে তার চাহিদা রয়েছে। সেই সুযোগের অপব্যবহার করেছে একটি কোম্পানি। অনুমতি ছাড়াই শচীনের নাম, ছবি ও কন্ঠস্বর ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপন তৈরি করেছে কোম্পানিটি। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিয়েছেন ভারতীয় তারকা।
আজ শনিবার (১৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমের এক প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটতে গিয়ে দেখা গেল, বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে শচীনের নাম, ছবি ও কণ্ঠ ব্যবহার করা হয়েছে। তাও আবার শচীনের অনুমতি ছাড়াই। যার মধ্যে উল্লেখযোগ্য—মেদ কমানোর স্প্রে, টি-শার্ট ইত্যাদি।
কিন্তু এসব বিষয়ে অবগত ছিলেন না শচীন। পরবর্তীতে বিষয়টি জানার পর শচীনের এক সহযোগী পশ্চিম অঞ্চলের সাইবার থানায় এই অভিযোগ দায়ের করেন। শচীনের হয়ে অভিযোগ দায়ের করা ব্যক্তির মতে সংশ্লিষ্ট এক ব্যাক্তির নামে, প্রতারণা, জালিয়াতি ও সম্মানহানির দায়ে মামলা করেছেন শচীন।
এই সময় শচীনের ওই সহযোগী বলেন, ‘আরও একটি ওয়েবসাইটে শচীনের নাম ব্যবহার করে এমন ভুয়া বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। যা মোটেও কাম্য নয়। এমনকি তার কণ্ঠস্বর নকল করেও বিভিন্ন পণ্যের প্রচারণার কাজে ব্যবহার করা হচ্ছে। তার সুনামের অপব্যবহারের পাশাপাশি গ্রাহকের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই এমন কাজ করা হয়েছে। এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার’।