সালাহর একমাত্র গোলে হালান্ডের সিটিকে হারাল লিভারপুল
অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের হেভিওয়েট ম্যাচে মুখোমুখি হয়েছে লিভারপুল-ম্যানচেস্টার সিটি। শুরুর ৫ মিনিটেই বলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি। গার্দিওলার সহজাত কৌশলে এগিয়ে যেতে থাকা সিটি ১৫ মিনিটে বড় সুযোগ পায়। অবিশ্বাস্যভাবে সেটি মিস করেন গোলমেশিন আর্লিং হালান্ড। আগের ম্যাচে যিনি এক গোল করে ভাঙেন একাধিক রেকর্ড। এর আগে ১৪ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন লিভারপুলের তারকা মোহাম্মদ সালাহ। ৩৬ মিনিটে আবারও সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ তিনি। ব্যর্থতার মিছিলে প্রথমার্ধে গোল পায়নি কোনো দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ পায় সিটি। ৫৩ মিনিটে ফিল ফোডেন বল জালে জড়ালেও আগেই প্রতিপক্ষের একজনকে হালান্ড ফাউল করায় রেফারি গোল বাতিল করেন। মিস আর বাতিলের মহড়ায় অবশেষে ৭৬ মিনিটে গোলের দেখা পায় লিভারপুল। চলতি মৌসুমে ছন্দে নেই লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের কৌশল ব্যর্থ হচ্ছে বারবার। ফর্মে নেই দলের সেরা তারকা সালাহ। তদুপরি, সিটির বিপক্ষে দলকে এগিয়ে নেন সালাহ। করেন একমাত্র গোল। বাকি সময় আর কেউ গোল না পাওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
এই জয়ে লিগে তিন ম্যাচ পর জয়ের মুখ দেখলো লিভারপুল। মুদ্রার অপর পিঠে মৌসুমে ম্যানসিটির এটি প্রথম পরাজয়। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে ম্যানসিটি। ১ ম্যাচ কম খেলে মাত্র ১৩ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থা শোচনীয়, রয়েছে ৮ নম্বরে।