জোকোভিচকে ক্রিকেট শেখালেন ওয়ার্ন!

টেনিস কোর্টে তাঁর জুরি মেলা ভার। এ সময়ের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান এই টেনিস তারকাকে এবার দেখা গেল ভিন্ন রূপে। হাতে তুলে নিলেন ক্রিকেট ব্যাট! অস্ট্রেলিয়ান ওপেনের টেনিস কোর্ট হঠাৎই বদলে গেল ক্রিকেট পিচে। আনাড়ি হাতে ব্যাট চালিয়ে বেশ কয়েকবার বল গ্যালারিতেও পাঠালেন জোকোভিচ। কার বলে এই ‘ছয়’গুলো মারলেন, জানলে হয়তো চোখ কপালে উঠে যাবে ক্রিকেটপ্রেমীদের! অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নের।
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম, অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে জোকোভিচ এখন আছেন ওয়ার্নের দেশে। সেখানেই দেখা হয়ে গেছে দুই তারকার। টেনিস কোর্টেই ওয়ার্ন-জোকোভিচ মেতে উঠেছিলেন ক্রিকেটীয় লড়াইয়ে। টেনিস বল দিয়েই হাত ঘুরাচ্ছিলেন ওয়ার্ন। প্রথম বলটা ব্যাটে লাগাতে না পারলেও পরে বেশ কয়েকবার ভালোই ব্যাট ঘুরিয়েছেন জোকোভিচ। ওয়ার্নের কাছ থেকে লেগস্পিনের কিছু কলাকৌশলও শিখে নিয়েছেন সার্বিয়ান এই টেনিস তারকা। শুধু ক্রিকেটই নয়, মার্গারেট কোর্ট অ্যারেনাতে কিছুক্ষণ ফুটবলও খেলেছেন জোকোভিচ।
নিজের ফাউন্ডেশনের জন্য অর্থ উত্তোলনের ব্যতিক্রমী এই ইভেন্টের আয়োজন করেছিলেন জোকোভিচ। ওয়ার্নের সঙ্গে তাঁর ক্রিকেটীয় লড়াই দেখার জন্য গ্যালারি কানায় কানায় পূর্ণ করে ফেলেছিলেন মেলবোর্নের ক্রীড়াপ্রেমীরা। সে জন্য সবাইকে ধন্যবাদও দিয়েছেন ‘জোকার’। নিজের ইনস্টাগ্রাম পেজে তিনি লিখেছেন, ‘সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এই ইভেন্টে অংশ নেওয়ার জন্য। ইভেন্টটি শেয়ার ও এখানে অর্থ সাহায্য দেওয়ার জন্য।’
আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। গত দুটি আসরেই মৌসুমের প্রথম এই গ্র্যান্ড স্লামের শিরোপা উঠেছিল জোকোভিচের হাতে। এবারও নিশ্চয়ই সেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চাইবেন এ সময়ের অন্যতম সেরা এই টেনিস তারকা।