সাউদিকে ক্ষমা করে দিলেন সাকিব

তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? ব্যথায় কাতরানোর সময় হয়তো এ কথাটাই ঘুরছিল সাকিবের মাথায়। আর তাই ম্যাচ শেষে টিম সাউদিকে ক্ষমা করে দিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। দিনের দ্বিতীয় ওভারেই স্টাম্প লক্ষ্য করে বুনো থ্রো করে বসেন কিউই পেসার টিম সাউদি। বল এসে লাগে সাকিবের গোড়ালিতে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান টাইগার ব্যাটসম্যান। টিভি ধারাভাষ্যকাররাও সাউদির এমন আচরণ মেনে নেননি। স্টাই টিভির ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার ইয়ান স্মিথ বলেন, ‘এটা মেনে নেওয়ার মতো নয়। আমি বলব এটা ক্রিকেট নয়। সে (সাকিব) এতে ব্যথা পেয়েছে।’
তবে ম্যাচ শেষে সাউদিকে ক্ষমা করে দিলেন সাকিব। ডাবল সেঞ্চুরি করার পর সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘ক্রিকেটে এমনটা হয়ে থাকে। কেউই ইচ্ছে করে গায়ে থ্রো করেন না। এটা নিয়ে বলার কিছু নেই।’ তবে সাকিব মনে করিয়ে দিলেন পায়ে এখনো ব্যথাটা আছে তাঁর। তিনি বলেন, ‘এগুলো হয়ে থাকে। এর জন্য তাকে কিছু বলার নেই।
তবে পায়ে এখনো কিছুটা ব্যথা আছে (কিছুটা হেসে)।’ ইচ্ছে করে সাকিবের শরীরে মারেননি, বলেন টিম সাউদিও। ‘আসলে এটা ইচ্ছাকৃত ছিল না। এটা সত্যিই দুঃখজনক। এর জন্য তার কাছে ক্ষমাও চেয়েছি আমি। আমার বিশ্বাস সে ক্ষমা করেছে আমাকে।’ হ্যাঁ, সাকিব ক্ষমা করে দিয়েছেন সাউদিকে। কারণ বিশ্বসেরা এই অলরাউন্ডার জানেন ‘ক্ষমা মহত্ত্বের লক্ষণ’।