এমন একটি ইনিংস খেলে তৃপ্ত সাকিব

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। তবে টেস্টে স্বরূপে ফিরেছে টাইগাররা। ওয়েলিংটন টেস্টের প্রথম দুদিনেই চালকের আসনে বসেছে বাংলাদেশ। সাকিবের ডাবল সেঞ্চুরি আর অধিনায়ক মুশফিকের দৃষ্টিনন্দন ইনিংসে এই ম্যাচের ড্রাইভিং সিটে এখন লাল-সবুজের দল। মুশফিকের সঙ্গে সাকিবের ৩৫৯ রানের জুটিটা তো দেশের ইতিহাসেরই সেরা। দ্বিতীয় দিনের খেলা শেষে নিজের ডাবল সেঞ্চুরি নিয়ে কথা বলতে সাংবাদিকদের সামনে আসেন সাকিব। টাইগার অলরাউন্ডার জানান, এমন একটি ইনিংস খেলার পর দারুণভাবে তৃপ্ত তিনি।
বিশেষ করে গত দুটি সিরিজ হারের পর টেস্টে ঘুরে দাঁড়াতে পেরে ভালো লাগছে তার। সাকিব বলেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো করতে পারিনি আমরা। তাই টেস্টে ভালো কিছু করাটা গুরুত্বপূর্ণ ছিল। সিরিজে রান না পাওয়ায় একটা ভালো ইনিংসের দরকার ছিল। আল্লাহর রহমতে শেষ পর্যন্ত সেটা হয়েছে। তার চেয়েও ভালো লাগছে আমার এই ইনিংসে দল ভালো অবস্থানে রয়েছে। আসলে দলের জন্য কিছু করতে পারলে তার তৃপ্তিটা আলাদা।’ তবে ডাবল সেঞ্চুরির পর বাড়াবাড়ি রকমের কোনো উচ্ছ্বাস দেখা গেল না সাকিবের মধ্যে। তবে এরই মধ্যে বোলিংয়ের ছক একে ফেলেছেন এই স্পিনার। তিনি বলেন, ‘পিচে বোলারদের জন্য সাহায্য আছে। ধৈর্য ধরে বল করতে পারলে সফলতা সম্ভব। তিনি বলেন, ‘উইকেটটা ব্যাটিং উপযোগী তবে বোলারদের জন্যও অনেক কিছু আছে। মাথা ঠান্ডা রেখে বল করলে বোলাররাও সফল হবে।’
সাকিবের কথায় বোঝা যাচ্ছে, আগামীকাল সকাল সকালই হয়তো ইনিংস ঘোষণা করতে পারেন মুশফিক। আর শুরুতেই উইকেট পেতে চান এই টাইগার বোলার। তিনি বলেন, ‘যদি শুরুতেই উইকেট পাওয়া যায় তাহলে তাদের চাপে ফেলা সম্ভব। ম্যাচে ভালো অবস্থানে রয়েছি আমরা। আশা করছি বল হাতে আমাদের বোলাররাও সফলতা পাবে।’