বাংলাদেশের বিপক্ষে টেস্টের আগে আত্মবিশ্বাসী বিজয়
বেশ কয়েক বছর ধরেই টেস্টে ভারতীয় জাতীয় দলে ওপেনারের ভূমিকা পালন করছেন মুরালি বিজয়। গত ইংল্যান্ড সিরিজেও দুটি সেঞ্চুরি করেছেন এই ব্যাটসম্যান। তারপরও মূল দলে জায়গাটা পাকা নয় বিজয়ের কারণ ব্যাটিংয়ে উদ্বোধন করতে নেমে লোকেশ রাহুল, শেখর ধাওয়ান, গৌতম গম্ভীররা ভালোই করছেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজে অবশ্য গম্ভীর-ধাওয়ান বাদ পড়েছেন। ঘরোয়া ক্রিকেটে ভালো করা অভিনব মুকুন্দ ফিরেছেন জাতীয় দলে। তাই বাংলাদেশের বিপক্ষে মুরালি বিজয়ের খেলা এখনো নিশ্চিত নয়। তবে মূল দলে খেলার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় টেস্ট দলের এই ওপেনার। তামিল নাড়ুতে সাউথ জোন টি-টোয়েন্টি ক্রিকেট লিগে খেলা শেষে সাংবাদিকদের এমনটিই জানান মুরালি বিজয়।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খেলা প্রসঙ্গে বিজয় বলেন, ‘চেন্নাই ও ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অনুশীলন চলছে আমরা। ইনজুরি সেরে পুনর্বাসন প্রক্রিয়াটাও চলছে। আঙুল ও কাঁধে কিছুটা চোট আছে। তবে বাংলাদেশের বিপক্ষে খেলা নিয়ে আত্মবিশ্বাসী আমি।’ তবে ঘরোয়া ক্রিকেটে ফর্মটা মোটেও ভালো নয় এই ব্যাটসম্যানের। তামিলনাড়ুর হয়ে শেষ তিন ম্যাচে রান পাননি তিনি। বিজয় বলেন, ‘গত তিনটি ম্যাচে রান না পেলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছি আমি। আর সবচেয়ে বড় কথা বেশ ফিট অনুভব করছি।’
বাংলাদেশের বিপক্ষে টেস্টের পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি টেস্ট খেলবে ভারত। অজিদের বিপক্ষেও খেলার জন্য উদগ্রীব হয়ে আছেন বিজয়। তিনি বলেন, ‘নিজের সামর্থ্য ও দক্ষতার ওপর ভরসা আছে আমার। শুধুমাত্র ইনজুরি না হলে যেকোনো ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমি।’ অধিনায়ক হিসেবে কোহলির ভূয়সী প্রশংসা করেছেন বিজয়। তিনি বলেন, ‘কোহলির ধারাবাহিকতা দুর্দান্ত। ম্যাচের প্রতিটি মুহূর্তের জন্য তার পরিকল্পনা থাকে। সব ফরম্যাটে সে আমাদের সামনে দারুণ নজির স্থাপন করে চলেছে।’

স্পোর্টস ডেস্ক