জন্মদিনে আইসিসির শুভেচ্ছা পেলেন তাইজুল

সম্প্রতি জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছেন তিনি। দলে থাকলেও একাদশে জায়গা পাচ্ছেন না। সদ্যসমাপ্ত নিউজিল্যান্ড সফরের দলেও ছিলেন স্পিনার তাইজুল ইসলাম। কিউইদের বিপক্ষে টেস্ট অথবা ওয়ানডে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি।
সময়টা খুব ভালো না গেলেও জন্মদিনে একটা খুশির সংবাদ পেয়েছেন তাইজুল। পেয়েছেন আইসিসির শুভেচ্ছা।
জন্মদিনে আইসিসি তাইজুলকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুক পেজে লিখেছে, ‘তিনি এমন একজন ক্রিকেটার, যিনি বাংলাদেশের বোলারদের অন্যতম সেরা সাফল্য পেয়েছেন। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে মাত্র ৩৯ রান দিয়ে তিনি ৮ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন। একই দলের বিপক্ষে ওয়ানডে অভিষেকে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেন তিনি। শুভ জন্মদিন তাইজুল ইসলাম।’
হ্যাঁ, আসলেও তাইজুল একজন দুর্দান্ত ক্রিকেটার। টেস্টে তাঁর অভিষেকটা হয়েছিল দুর্দান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই মাটিতে জাতীয় প্রথম টেস্টে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন। ২০১৪ সালের সেপ্টেম্বরে সে ম্যাচে ৪৭ ওভার বল করে ১৩৫ রান খরচ করে পাঁচ উইকেট পান তিনি।
ব্যক্তিগত ষষ্ঠ টেস্টে রেকর্ডও গড়েন তাইজুল। সে বছর অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে ৮ উইকেট নিয়ে রীতিমতো ইতিহাস গড়েন এই তরুণ স্পিনার।
সেই সিরিজেই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকে আরো দুর্দান্ত ছিলেন। প্রথম বোলার হিসেবে অভিষেকে হ্যাটট্রিক ইতিহাসের পাতায় নিজের নাম লেখান।