ফতুল্লার উইকেট নিয়ে চিন্তায় হাথুরুসিংহে

ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তবে মাঠে নামার আগে বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামের উইকেট নিয়ে চিন্তিত। খেলা চলার সময় উইকেট কেমন আচরণ করবে, তা নিয়ে তাঁর কপালে দুশ্চিন্তার ভাঁজ।
বুধবার ফতুল্লা স্টেডিয়ামে টেস্ট-পূর্ব সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘এমন উইকেট আমি কখনো দেখিনি। শক্ত ঘাস থাকায় বুঝতে পারছি না, উইকেটের আচরণ কেমন হবে। এ উইকেট আমাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।’
তার পরও জয়ের লক্ষ্যে খেলতে নামবেন জানিয়ে বাংলাদেশের কোচ বলেন, ‘ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের জন্য খেলতে নামব আমরা। তবে ড্র করতে পারলেও খারাপ হবে না। আমাদের প্রধান লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। আশা করি, ছেলেরা দলকে হতাশ করবে না।’
যদিও শক্তিশালী ভারতীয় দল সম্পর্কে হাথুরুসিংহের কণ্ঠে সমীহ, ‘ভারত খুব শক্তিশালী দল। তাদের বিপক্ষে ভালো করা সহজ নয়। ভালো ফল পেতে হলে সামর্থ্যের সেরাটা দিয়েই খেলতে হবে আমাদের।’
তীব্র গরম এই ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের কোচ বলেন, ‘কন্ডিশন সবার জন্যই সমান। এই গরমে আমাদের মতো ভারতের খেলোয়াড়দেরও খেলতে হবে। এ নিয়ে ভাবনা-চিন্তার কিছু নেই।’
পাকিস্তানের মতো ভারতের বিপক্ষেও ভালো খেলার লক্ষ্য হাথুরুসিংহের, ‘পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্ট বাদ দিলে পুরো সিরিজেই আমরা ভালো খেলেছিলাম। আশা করি, সেই ধারাবাহিকতা ভারতের বিপক্ষেও বজায় থাকবে।’