হারজিতের যে হিসেবে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

গত আসরের শিরোপাজয়ী ভারত এবারও চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিচ্ছে অন্যতম ফেভারিট হিসেবে। অন্যদিকে ১০ বছর পর আবার আইসিসির এই অভিজাত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। স্বভাবতই কেউ সেভাবে গোনায় ধরছে না টাইগারদের। কিন্তু ২০১৫ বিশ্বকাপের পর থেকে ওয়ানডের শীর্ষ দলগুলোর বিপক্ষে পাল্লা দিয়েই লড়েছেন মাশরাফি-মুশফিকরা। ২০১৫ বিশ্বকাপের পর থেকে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী আটটি দলের মুখোমুখি লড়াইয়ের হিসেবে বাংলাদেশের জয়ের হার ভারত-পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে ভালো।
২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে চ্যাম্পিয়নস ট্রফির সাত প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ খেলেছে মোট ২০টি ম্যাচ। জয় পেয়েছে ১০টিতেই। হারের মুখ দেখেছে ৯টিতে। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। অন্যদিকে ভারত এই সময়ের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী বাকি সাতটি দলের বিপক্ষে খেলেছে ২১টি ম্যাচ। হেরেছে ১২টিতে। জয় পেয়েছে মাত্র ৯টি ম্যাচে। বাংলাদেশের হারজিতের গড় ১.১১। ভারতের ক্ষেত্রে সংখ্যাটা আছে এখনো দশমিকে। ০.৭৫। ভারতেরও নিচে আছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাকিস্তান ২৪ ম্যাচ খেলে জিতেছে মাত্র ছয়টি ম্যাচে। আর শ্রীলঙ্কা ২৮ ম্যাচ খেলে জিতেছে মাত্র পাঁচটি ম্যাচে।
২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এই হারজিতের পরিসংখ্যানে সবার শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকার নাম। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দলের বিপক্ষে ৩৭টি ম্যাচ খেলে প্রোটিয়ারা জয় পেয়েছে ২৪টি ম্যাচে। ৩৮টি ম্যাচ খেলে ইংল্যান্ড জিতেছে ২২টিতে। তারা আছে দ্বিতীয় স্থানে। এরপরেই আছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নাম। পঞ্চম স্থানে আছে বাংলাদেশ।