রবি শাস্ত্রীকে কি আবার ফিরিয়ে আনা হচ্ছে?

বিরাট কোহলির সঙ্গে দ্বন্দ্বের জেরে ভারতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন অনিল কুম্বলে। এর আগেই অবশ্য কুম্বলের বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল কারণ কিছুদিন আগেই কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে কুম্বলের নাম ছাড়াই দল ঘোষণা করে ভারত। এর পরই কোচের পদ থেকে পদত্যাগ করেন কুম্বলে। সেবার বিসিসিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় দলের কোচ হতে চেয়ে আবেদন করেন ভারতীয় ত্রিকেট দলের সাবেক ক্রিকেটার বিরেন্দর শেবাগ, শ্রীলঙ্কার সাবেক কোচ টম মুডি ও বাংলাদেশ দলের সাবেক কোচ রিচার্ড পাইবাস। এ ছাড়া ভারতীয় ক্রিকেটার লালচাঁদ রাজপুত ও ডোড্ডা গণেশও এই তালিকায় আছেন। কুম্বলে পদত্যাগ করায় কোচ নির্বাচনের বিষয়টা নতুন মোড় নিয়েছে। কোচ হওয়ার তালিকায় আরো কিছু আবেদনপত্র চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, এর আগে কোচের পদের জন্য অনিল কুম্বলেই ছিলেন অটোমেটিক চয়েস। তবে সাবেক এই স্পিনার পদত্যাগ করায় আরো কয়েকটি আবেদন চাইছে ভারতীয় বোর্ড। ভারতীয় কয়েকটি গণমাধ্যম দাবি করছে, রবি শাস্ত্রীকে কোচ করার জন্যই নতুন করে আবেদন চাইছে দেশটির ক্রিকেট বোর্ড। কারণ এর আগের বিজ্ঞাপনে কোচ হওয়ার জন্য রবি শাস্ত্রী আবেদন করেননি। রবি শাস্ত্রীকে নাকি কোচ হিসেবে পছন্দ করেছেন অধিনায়ক বিরাট কোহলি। এর পরই কোচ হিসেবে নতুন করে আবেদন চাইল বিসিসিআই। এর আগে ভারতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শাস্ত্রী।
ভারতীয় বোর্ডের এক সূত্র জানিয়েছে, নতুন করে কোচের পদে আবেদন করার জন্য ৭ থেকে ১০ দিন সময় দেবে ভারতীয় বোর্ড। শাস্ত্রী যদি এর মধ্যে আবেদন করেন তাহলে কোহলিদের পরবর্তী কোচ হিসেবে সাবেক এই অলরাউন্ডারকে দেখার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।