বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোলবন্যা

আগামী মাসে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। তার আগে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হয়েছে আর্জেন্টিনার প্রস্তুতিপর্ব। শুক্রবার বলিভিয়ার বিপক্ষে নিজেদের শক্তিমত্তা দারুণভাবেই প্রমাণ করেছে আকাশি-সাদারা। প্রতিপক্ষকেও দিয়েছে সতর্কবার্তা। একতরফা ম্যাচে বলিভিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ৭-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছেন মেসি-আগুয়েরোরা।
শুরু থেকে মাঠে ছিলেন না লিওনেল মেসি। ৬৫ মিনিটে নেমেছিলেন বদলি হিসেবে। তার আগেই বলিভিয়ার জালে চারবার বল জড়িয়েছিলেন আগুয়েরো-লাভেজ্জিরা। মেসিও মাঠে নেমে ছেড়ে কথা বলেননি। করেছেন জোড়া গোল। শেষপর্যায়ে বলিভিয়াকে আরো লজ্জা দিয়ে আরেকটি গোল করেছেন আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড অ্যাঙ্গেল কোরেরা।
যুক্তরাষ্ট্রের বিবিভিএ কম্পাস স্টেডিয়ামে শুরু থেকেই বলিভিয়ার ওপর চড়াও হয়েছিল আর্জেন্টিনা। ৫ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন এজিকুয়েল লাভেজ্জি। ৪১ মিনিটে আরো একটি গোল এসেছে এই আর্জেন্টাইন মিডফিল্ডারের পা থেকে। ৩৩ ও ৫৯ মিনিটে দুইটি গোল করেছেন আগুয়েরো। ৬৫ মিনিটে মাঠে নেমে ৬৭ ও ৭৫ মিনিটে দুইটি গোল করে মেসিও মেতে উঠেছিলেন আর্জেন্টিনার গোল উৎসবে। আর ৮৪ মিনিটের মাথায় বলিভিয়ার জালে সপ্তমবারের মতো বল জড়িয়ে দিয়েছেন কোরেরা।
আগামী মঙ্গলবার টেক্সাসে মেক্সিকোর বিপক্ষে আরো একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর আগামী মাসে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ বাছাইপর্ব পেরোনোর মিশন।