বাংলাদেশের আরেকটি হতাশার হার
প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দেশের মানুষকে আনন্দে ভাসিয়েছিল। কিন্তু আইসিআরসি টি-টোয়েন্টি টুর্নামেন্টে সেই বাংলাদেশকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। টানা দুই ম্যাচে হেরেছে তারা। সোমবার তৃতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে ৩ উইকেটে হেরে যাওয়ায় স্বাগতিকদের ফাইনালে ওঠার পথ অনেকটাই সংকীর্ণ।
পাঁচ দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশের মতো একটি ম্যাচ জিতেছে ভারত ও আফগানিস্তান। পাকিস্তান চার ম্যাচের তিনটিতে জিতে ফাইনালে উঠে গেছে। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে গেলেও পরের দুই ম্যাচ জিতে ফাইনালের লড়াইয়ে এগিয়ে আছে ইংল্যান্ড। মঙ্গলবার বাংলাদেশ-ভারত এবং ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ দুটোর ওপর ফাইনালের দ্বিতীয় দল নির্ভর করছে।
বিকেএসপিতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশকে ৬ উইকেট ১১৯ রান এনে দিতে সবচেয়ে বড় অবদান শাহরিয়ার শামীমের। মাত্র ৪৭ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৫৬ রান করে অপরাজিত থেকে যান এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। আমিন উদ্দিন ২৬ ও অপূর্ব কুমারের ব্যাট থেকে এসেছে ১৯ রান। দুটি করে উইকেট নিয়ে বাংলাদেশের বড় ইনিংস গড়ার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছেন আব্দুল্লাহ ও মাহমুদ উল্লাহ।
জবাবে পাঁচ বল হাতে রেখে সাত উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৩২ রান মাহমুদের। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ১৯ রান করেন সানগার।
১৯ রানে দুই উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তীর্থ।