জর্ডানের বিপক্ষে সতর্ক মামুনুল

গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে শনিবার ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। তবে দেশের মাটিতে পা রেখেই আরেকটি লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে। বিশ্বকাপ বাছাইপর্বে এবারের প্রতিপক্ষ জর্ডান। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল ৫টায়।
অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী না হলেও শক্তি-সামর্থ্যে জর্ডান বাংলাদেশের চেয়ে এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়েও জর্ডান (৯১) আর বাংলাদেশের (১৭৩) মধ্যে অনেক পার্থক্য। ঘরের মাঠে খেলা হলেও মামুনুল ইসলাম তাই ভীষণ সতর্ক। সোমবার বাফুফে ভবনে এই ম্যাচ উপলক্ষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রতিপক্ষ যে বেশ শক্তিশালী তা আমাদের মানতেই হবে। জর্ডানকে হারানো খুবই কঠিন হবে। তারপরও আমাদের লক্ষ্য থাকবে দেশের জন্য ভালো কিছু করার। দলের সব খেলোয়াড় আশাবাদী। ঘরের মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দিতে চাই আমরা।’
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হলে বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে কি না এমন প্রশ্নের জবাবে মামুনুল বলেন, ‘বৃষ্টির সুবিধা নিয়ে ফল নিজেদের পক্ষে আনার ইচ্ছে নেই আমাদের। আমরা চাই নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে। তাহলে ভালো কিছু করা সম্ভব হবে।’
পার্থে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার পর বিশ্রামের তেমন সুযোগ পায়নি বাংলাদেশ দল। তবে ক্লান্তিকে একপাশে রেখে ভালো খেলার প্রতিশ্রুতি দিলেন মামুনুল, ‘দীর্ঘ ভ্রমণে খেলোয়াড়দের মধ্যে কিছুটা ক্লান্তি আসা স্বাভাবিক। আমরা তেমন বিশ্রামও পাইনি। তবে ঘরের মাঠে সব ক্লান্তি ঝেড়ে ফেলেই খেলতে হবে আমাদের।’
বিশ্বকাপ বাছাইপর্বে এর আগে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গত জুনে দেশের মাটিতে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে হারের পর তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ডি ক্রুইফের শিষ্যরা। তৃতীয় ম্যাচে গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কাছে ৫-০ গোলে হেরে গেছেন মামুনুল-এমিলিরা।