হেইজেলের প্রেমে মজেছেন যুবরাজ!

বর্তমানে জাতীয় দলের বাইরে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার যুবরাজ সিং। তবে ক্রিকেটের বাইরের জগৎটা ভালোই কাটছে যুবরাজের। কারণ, বলিউডের জনপ্রিয় মডেল হেইজেল কিচের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছেন যুবরাজ। তেমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
২০০০ সালে ভারতীয় জার্সি গায়ে অভিষেক হয় যুবরাজের। এর পর নিয়মিত হলেও ২০১১ বিশ্বকাপের পর অফ-ফর্মের কারণে জাতীয় দলে অনিয়মিতই তিনি। সর্বশেষ ২০১৪ সালে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের জার্সি গায়ে খেলেছেন যুবরাজ। এর পর থেকে ভারতীয় দলের বাইরেই রয়েছেন তিনি।
ভারতীয় দলে না থাকলেও ক্রিকেটের বাইরের জগৎটা বেশ আনন্দেই কাটছে যুবরাজের। বলিউডের জনপ্রিয় মডেল হেইজেলের সঙ্গে প্রেমে মজেছেন তিনি। ভারতীয় গণমাধ্যম এমনই সংবাদ প্রকাশ করেছে।
বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ‘অনেক জায়গাতেই একাধিকবার এই জুটিকে একসঙ্গে দেখা গেছে। কিছুদিন আগে ছুটি কাটাতে লন্ডনেও গিয়েছিলেন তাঁরা। এরই মধ্যে ছুটি কাটিয়ে একসঙ্গেই ফিরেছেন যুবরাজ-হেইজেল। তাঁদের মধ্যে যে প্রেমের সম্পর্ক, তা নিশ্চিত করেছে বলিউড। তবে যুবরাজ-হেইজেল কেউই এ সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছুই স্বীকার করেননি।’
সম্প্রতি বলিউডের একটি ছবিতে স্কিন শেয়ার করেছেন হেইজেল। সালমান খান ও কারিনা কাপুরের ‘বডিগার্ড’ ছবিতে স্ক্রিন শেয়ার করেন হেইজেল। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। সেখানে জনপ্রিয় হওয়ার পর বলিউডে প্রবেশ করেন হেইজেল। এখানেও অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন ২৮ বছর বয়সী হেইজেল।