ইউরোতে সহজ গ্রুপে ফ্রান্স

ফুটবল-দুনিয়ায় ইউরো নামে পরিচিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে একবারই শিরোপা জিতেছিল ফ্রান্স। ১৯৮৪ সালে মিশেল প্লাতিনির দুর্দান্ত নৈপুণ্যে ঘরের মাঠে শিরোপা-উৎসবে মেতে উঠেছিল ফরাসিরা। ৩২ বছর পর ২০১৬ সালে আবার ইউরোর আয়োজক ফ্রান্স। এবার তারা পড়েছে বেশ সহজ গ্রুপে।
শনিবার রাতে প্যারিসে অনুষ্ঠিত ইউরো-২০১৬-এর ড্রয়ে ফ্রান্স তুলনামূলক সহজ গ্রুপে পড়লেও ইউরোপীয় ফুটবলের অন্য দুই পরাশক্তি স্পেন ও ইতালিকে শুরুতে কঠিন পরীক্ষা দিতে হতে পারে। জার্মানি অবশ্য তেমন কঠিন গ্রুপে পড়েনি।
‘এ’ গ্রুপে স্বাগতিক ফ্রান্সকে খেলতে হবে সুইজারল্যান্ড, রোমানিয়া ও আলবেনিয়ার বিপক্ষে। ‘বি’ গ্রুপে ইংল্যান্ডের সঙ্গী রাশিয়া, স্লোভাকিয়া ও ওয়েলস।
বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি পড়েছে ‘সি’ গ্রুপে। যেখানে জোয়াকিম লোর শিষ্যদের প্রতিপক্ষ পোল্যান্ড, ইউক্রেন ও উত্তর আয়ারল্যান্ড। ‘ডি’ গ্রুপে গত দুবারের চ্যাম্পিয়ন স্পেন খেলবে চেক প্রজাতন্ত্র, তুরস্ক ও ক্রোয়েশিয়ার বিপক্ষে।
‘ই’ গ্রুপে চারবার বিশ্বকাপজয়ী ইতালিকে লড়তে হবে বেলজিয়াম, সুইডেন ও আয়ারল্যান্ডের বিপক্ষে। ‘এফ’ গ্রুপের চারটি দল পর্তুগাল, আইসল্যান্ড, অস্ট্রিয়া ও হাঙ্গেরি।
আগামী বছরের ১০ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় ইউরোর ১৫তম আসরে প্রথমবারের মতো ২৪টি দল অংশ নেবে। ছয় গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং সেরা চারটি তৃতীয় দলকে নিয়ে হবে ‘রাউন্ড অব সিক্সটিন’। শেষ ষোলোর বিজয়ীরা চলে যাবে কোয়ার্টার ফাইনালে। তার পর সেমিফাইনাল আর ফাইনাল।