অস্ট্রেলিয়ার কাছে আবার হার ভারতের
ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে যেন প্রথম ম্যাচেরই পুনরাবৃত্তি হলো। প্রথম ম্যাচে ভারতের ছুড়ে দেওয়া ৩১০ রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া পৌঁছেছিল চার বল হাতে রেখে। আর ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ম্যাচে এক ওভার হাতে রেখেই ৩০৯ রানের লক্ষ্যে পৌঁছে গেছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে পাঁচ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে সাত উইকেটের ব্যবধানে। টানা দুটি জয় দিয়ে অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজেও এগিয়ে গেছে ২-০ ব্যবধানে।
৩০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণভাবে করেছিল অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ১৪৫ রান যোগ করে দলকে জয়ের পথে অনেকখানি এগিয়ে দিয়েছিলেন দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও মিচেল মার্শ। ২৫ ও ৩০তম ওভারে আউট হওয়ার আগে দুজনই করেছেন ৭১ রান। তৃতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়ে দলের জয় অনেকখানি নিশ্চিত করে ফেলেন অধিনায়ক স্টিভেন স্মিথ ও জর্জ বেইলি। ৪১তম ওভারে স্মিথের (৪৬) উইকেট হারালেও কোনো সমস্যার মুখে পড়তে হয়নি অস্ট্রেলিয়াকে। ৫৮ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন বেইলি। ২৬ রান করে অপরাজিত ছিলেন জর্জ ম্যাক্সওয়েল।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ১২৪, অজিঙ্কা রাহানের ৮৯ ও বিরাট কোহলির ৫৯ রানের সুবাদে স্কোরবোর্ডে ৩০৮ রান জমা করেছিল ভারত। দল হেরে গেলেও ১২৪ রানের দারুণ ইনিংস খেলার কারণে ম্যাচসেরার পুরস্কার উঠেছে রোহিত শর্মার হাতে।
১৭ জানুয়ারি মেলবোর্নে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচ।

স্পোর্টস ডেস্ক