ধর্মশালায় আজও ‘ন্যাড়া’ পিচ

এমনিতেই বৃষ্টির বেশ প্রভাব ধর্মশালায়। কখন অঝোর ধারায় বৃষ্টি এসে হানা দেবে তা বলা মুশকিল। তারপর পিচ যদি ‘ন্যাড়া’ হয় তাহলে বোলারদের স্বর্গরাজ্যই বলতে হবে। হ্যাঁ, তাই হয়েছে টি-টোয়েন্টি বিশ্বাকাপের বাছাই পর্বে ওমানের বিপক্ষে ম্যাচে, ন্যাড়া পিচ বলেই বাংলাদেশ দলে চার পেসার রাখা হয়েছে।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন ও আবু হায়দার রনি বাংলাদেশে দলের পেস আক্রমণে রয়েছেন। অবশ্য আগের ম্যাচেও এই পেস আক্রমণে তাঁরা ছিলেন। তা ছাড়া একাদশও অপরিবর্তিত রয়েছে। দলে কোনো স্পেশাল স্পিনার রাখা হয়নি।
ম্যাচের আগ পর্যন্ত শোনা গিয়েছিল একদশে ফিরবেন অলরাউন্ডার নাসির হোসেন। কিন্তু শেষ পর্যন্ত মোহাম্মদ মিথুনকেই দলে রাখে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। মজার বিষয় এর আগের দুই ম্যাচেও টস হেরেছিলেন মাশরাফি। তাই ধর্মশালায় একটি ম্যাচেও টসে জিততে পারেনি বাংলাদেশ।
এর আগে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেম ১৫৩ গড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৮ ওভারে ৯৪ রান তুললে বৃষ্টি এসে হানা দিয়েছে। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়। আজ (রোববার) কেমন করবেন মাশরাফিরা সেটাই এখন দেখার।