ছেলেদের পর বিদায় নিলেন নিউজিল্যান্ডের মেয়েরাও

গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে সেমিফাইনালে এলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠা হয়নি নিউজিল্যান্ডের। শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছে কেইন উইলিয়ামসনদের।
ছেলেদের পর বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছেন নিউজিল্যান্ডের মেয়েরাও। আজ মেয়েদের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে তাঁরা ৬ রানে হেরেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেট দল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। ব্রিটনি কুপার খেলেছিলেন ৪৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস। অধিনায়ক স্টেফানি টেলরের ব্যাট থেকে এসেছে ২৫ রান।
শেষপর্যায়ে ডিন্ড্রা ডোটিনের ২০ ও মেরিসা আগুইলেরার ১৫ রানের ছোট ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ১৪৩ রান জমা করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম সাত ওভারের মধ্যে মাত্র ৪৯ রান সংগ্রহ করতেই নিউজিল্যান্ড হারিয়েছিল তিনটি উইকেট। চতুর্থ উইকেটে ৫৯ রানের জুটি গড়ে দলকে জেতানোর অনেক চেষ্টা করেছিলেন সারা ম্যাকস্লাগান ও অ্যামি সাটারওয়েট। কিন্তু ১৭তম ওভারে টানা দুই বলে এই দুজনকেই সাজঘরে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ভালো অবস্থানে নিয়ে যান স্টেফানি টেলর। ৩৮ রান করে আউট হয়েছেন ম্যাকস্লাগান। সাটারওয়েটের ব্যাট থেকে এসেছে ২৪ রান। এই জুটি ভাঙার পরই ম্যাচটা হাতছাড়া হয়ে যায় কিউইদের। শেষ তিন ওভারে আরো তিনটি উইকেট হারিয়ে ১৩৭ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস।
বুধবার নিউজিল্যান্ডের পুরুষ ক্রিকেট দলও সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ডের কাছে হেরে।