ভারতীয় ক্রিকেটারদের কার কত শিক্ষা
ক্রিকেটীয় দক্ষতা দিয়ে সারা দুনিয়ায় দ্যুতি ছড়িয়েছেন তাঁরা। কিন্তু ক্রিকেটের প্রতি অতিরিক্ত ঝোঁকের কারণে পড়ালেখায় খুব একটা মনোযোগী হতে পারেননি শচীন-সৌরভরা। তারপরও ভারতীয় দলে খেলেছেন-এমন কয়েকজন চিকিৎসক-প্রকৌশলীও কিন্তু আছেন।
শচীন টেন্ডুলকার : তাঁকে বলা হয় ক্রিকেটের ঈশ্বর। তিন ঘরানার ক্রিকেটে তাঁর পারফরম্যান্সই বলে দেয় তিনি অন্য সবার চেয়ে কতটা আলাদা ছিলেন। মাত্র ১১ বছর বয়সে খেলায় নেমে পড়া এই ক্রিকেটার পড়ালেখায় খুব বেশিদূর যেতে পারেননি। দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়েছেন তিনি।
সৌরভ গাঙ্গুলী : অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেট দলকে দারুণ সাফল্য এনে দেওয়া এই ক্রিকেটারও পড়ালেখায় খুব বেশিদূর যেতে পারেননি। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছিলেন।
রাহুল দ্রাবিড় : নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন তিনি। অবশ্য সৌরভ-শচীনের তুলনায় পড়ালেখায় কিছুটা এগিয়ে ছিলেন। সেন্ট জোসেফ কলেজ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি।
অনিল কুম্বলে : তিনিও পড়ালেখায় খুব একটা খারাপ ছিলেন না। ডানহাতি এই লেগ স্পিনার বেঙ্গালুরুর আরভি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশলে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।
ভি ভি এস লক্ষণ : ভারতীয় টেস্ট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিলেন তিনি। তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেও ডাক্তারি পেশায় যাননি। ক্রিকেটের প্রতিই মনোযোগী হন। তাই বলে কম সাফল্যও পাননি তিনি।
বিরেন্দর শেবাগ : ভারতীয় ওপেনিংয়ে একসময় বেশ নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিলেন তিনি। তিনি দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
গৌতম গম্ভীর : ভারতীয় দলের সাবেক ক্রিকেটার হিন্দু কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
মহেন্দ্র সিং ধোনি : ভারতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক তিনি। পড়ালেখা করেছেন বিকম পর্যন্ত।
বিরাট কোহলি : এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে বড় তারকা তিনি, এতে কোনো সন্দেহ নেই। মারকুটে ব্যাটসম্যান হিসেবে তাঁর ব্যাপক পরিচিতি। তবে পড়ালেখায় খুব একটা ভালো ছিলেন না তিনি, মাত্র দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়েছেন।
শিখর ধাওয়ান : ভারতীয় দলের বর্তমান এই ওপেনারও দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়েছেন।
যুবরাজ সিং : পড়ালেখায় খুব একটা মনোযোগী ছিলেন না যুবরাজ সিংও। তিনিও দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়েছেন।
জহির খান : ভারতীয় দলের সাবেক পেসার ছাত্রজীবনে বেশ মেধাবী ছিলেন। তাই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা শুরু করেছিলেন তিনি। কিন্তু আকস্মিকভাবে জাতীয় দলে সুযোগ পেয়ে পড়ালেখার ইতি টানতে হয় তাঁকে।