উপস্থাপিকাকে বাংলা শেখালেন সাকিব!
কয়েক দিন আগে মুস্তাফিজুর রহমান হায়দরাবাদ সতীর্থ ট্রেন্ট বোল্টকে বাংলায় ‘কেমন আছো?’ প্রশ্ন করে ভড়কে দিয়েছিলেন। এবার সাকিব আল হাসান বাংলা শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলেন, বাংলা শেখালেন এক অবাঙালি উপস্থাপিকাকে। সবটাই অবশ্য মজা করে।
নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল আইপিএলে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স। ‘নাইট ক্লাব’ নামের অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সানজানা। তবে সঞ্চালনার ফাঁকে সাকিবের সৌজন্যে দুটো বাংলা বাক্যও চট করে শিখে ফেললেন তিনি।
শুরুতে সাকিব ঠাট্টা করে সানজানাকে বললেন, ‘আমি দেখেছি তুমি আমার সতীর্থদের বেশ সমস্যায় ফেলেছ। তাই আমি তোমাকে বাংলা শেখাতে চাই। আর তোমাকে তা বলতে হবে।’ সানজানা ‘ওকে’ বলার পর সাকিব বললেন, ‘বলো, দৌড়া, বাঘ আইলো।’ একটু অবাক হলেও সানজানা সহজেই পুনরাবৃত্তি করলেন, ‘দৌড়া, বাঘ আইলো।’ অবাঙালি উপস্থাপিকার মুখে কথাটা শুনে সাকিব তো বেজায় খুশি।
এর পর বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বললেন, ‘ওকে, আমি তোমাকে আরেকটা বাংলা বাক্য শেখাব। বলো, মাছে-ভাতে বাঙালি।’ সানজানা এবার একটু বেশিই অবাক হলেন। তবে বিস্ময় চেপে রেখে তিনি আত্মবিশ্বাসের সঙ্গেই বললেন, ‘মাছে-ভাতে বাঙালি।’ সাকিবও তারিফ করলেন সঙ্গে সঙ্গেই, ‘ভেরি গুড, ভেরি গুড!’
আইপিএলে কলকাতার প্রথম দুই ম্যাচেই উপেক্ষিত ছিলেন সাকিব। তবে মাঠের বাইরে যে তিনি বেশ ফুরফুরে মেজাজে আছেন, তার প্রমাণ নাইট রাইডার্সের নববর্ষের অনুষ্ঠানটি।