রূপগঞ্জের জয় অব্যাহত

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। গতকাল বুধবার আসরের ১৩তম ম্যাচে তারা দুই উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে।
এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল রূপগঞ্জ। ১৩ ম্যাচে তাঁদের সংগ্রহ ১৮ পয়েন্ট। তারা আটটি ম্যাচ জিতেছে এবং তিনটি ম্যাচ হেরেছে। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে ভিক্টোরিয়া আছে দ্বিতীয় স্থানে।
ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে হেরে ভিক্টোরিয়া প্রথমে ব্যাট করতে নেমে ২৫৮ রান করে। মুমিনুল হকের ৮২ রান এবং আল আমিনের অর্ধশতকের ওপর ভর করে তারা এই সংগ্রহ গড়ে।
স্পিনার তাইজুল ইসলাম ৪৮ রানে তিনটি এবং পেসার আবু হায়দার রনি ৩২ রানে দুই উইকেট নিয়েও প্রতিপক্ষের এই স্কোর গড়ার পথে খুব একটা বাধা হতে পারেননি।
জবাবে ভাতীয় ব্যাটসম্যান পবন নেগির দারুণ এক শতকে ৪৮.৫ ওভারে আট উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ।
পবন মাত্র ৮৯ বলে ১২৪ রানের দারুণ এক ইনিংস খেলেন। ১৩টি চার ও তিন ছক্কায় এই ইনিংস সাজিয়েছেন তিনি।
দারুণ শতক করে ম্যাচ সেরার পুরস্কার পান ভারতীয় ব্যাটসম্যান পবন।
শনিবার সুপার লিগের তৃতীয় ম্যাচে রূপগঞ্জ মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের।