‘প্রতিশোধ’ নিয়ে সমতায় ভারত

যতই দ্বিতীয় সারির দল হোক, জিম্বাবুয়ের কাছে পরাজয় ভারতের পক্ষে মেনে নেওয়া মুশকিল। প্রথম টি-টোয়েন্টিতে নাটকীয়ভাবে দুই রানে হেরে যাওয়া ‘টিম ইন্ডিয়া’ তাই আহত বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছিল পরের ম্যাচে। আর তাতেই বিধ্বস্ত জিম্বাবুয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের সহজেই ১০ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরেছে ভারত। টি-টোয়েন্টিতে এটাই ভারতের প্রথম ১০ উইকেটে জয়।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের হোয়াইটওয়াশ হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল বারিন্দ্রর স্রানের দুর্দান্ত বোলিংয়ের। তবে গত শনিবার প্রথম টি-টোয়েন্টিতে এই বাঁহাতি পেসারকে খেলায়নি ধোনির দল। সেজন্য ভুগতেও হয়েছে ভীষণ। আজ সোমবার মাঠে নেমে স্রানই ভারতীয়দের জয়ের নায়ক।
হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া জিম্বাবুয়ের মূল হন্তারক স্রান। চার ওভারে মাত্র ১০ রানের বিনিময়ে চার উইকেট নিয়েছেন আইপিএলে মুস্তাফিজুর রহমানের সতীর্থ। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে স্রানের হাতেই। ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাও কম যাননি। চার ওভারে ১১ রানের বিনিময়ে তাঁর শিকার তিনটি।
স্রান-বুমরার তোপে ৯ উইকেটে মাত্র ৯৯ রানে থেমে গেছে জিম্বাবুয়ের ইনিংস। ৩১ রান করা পিটার মুর ছাড়া আর কোনো স্বাগতিক ব্যাটসম্যান সুবিধা করে উঠতে পারেননি।
১০০ রানের মামুলি লক্ষ্যে পৌঁছাতে একটুও সমস্যা হয়নি ভারতের। জয় নয়, দুই ওপেনারের মধ্যে কে অর্ধশতক করতে পারবেন তা নিয়েই যা উত্তেজনা ছড়িয়েছিল ম্যাচে। সেই লক্ষ্যে সফল মানদিপ সিং। ৪০ বলে ৫২ রান করে অপরাজিত ছিলেন তিনি। অন্য ওপেনার লোকেশ রাহুল ৪০ বল খেলেই অপরাজিত ছিলেন ৪৭ রানে।