গ্রুপসেরা হয়েই শেষ ষোলোতে ওয়েলস

ইউরো কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সহজ জয় পেয়েছে ওয়েলস। সোমবার রাতে তারা ৩-০ গোলে হারিয়েছে রাশিয়াকে। তাই গ্রুপসেরা হয়েই আসরের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে তারা।
ম্যাচের ১১ মিনিটে অ্যারন রামসের গোলে এগিয়ে যায় ওয়েলস। নয় মিনিট পর দ্বিতীয় গোলটির দেখা পায় তারা। গ্যারেথ বেলের পাস থেকে নিল টেলর বল জালে জড়াতে একটুও ভুল করেননি।
৬৭ মিনিটে ওয়েলসের পক্ষে তৃতীয় গোল করেন গ্যারেথ বেল। অ্যারন রামসের পাস থেকে লক্ষ্যভেদ করে তিনি।
আসরে এটি বেলের তৃতীয় গোল। সে সঙ্গে তিনি একটি রেকর্ডও গড়লেন, এই প্রথম কেউ ইউরোতে টানা তিন ম্যাচে গোল পেলেন।
দিনের অন্য ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড। এর ফলে দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে ইংলিশরাও।