ফেসবুক লাইভে সাকিব, বললেন বার্বাডোজের স্মৃতি

প্রথমবারের মতো ফেসবুকে লাইভে এলেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে এখন বার্বাডোজে আছেন সাকিব। সেখান থেকেই শুভেচ্ছা জানালেন ভক্তদের। আর মেলে ধরলেন বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে বার্বাডোজের স্মৃতি।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ফেসবুক লাইভে আসেন সাকিব। সাকিব বলেন, ‘ফেসবুকে লাইভে আমার প্রথম অভিজ্ঞতা। একটু চেষ্টা করে দেখার ইচ্ছে জাগল যে, আসলে জিনিসটা কী।’
সাকিব জানালেন, বার্বাডোজকে ঘিরেই আছে বাংলাদেশ ক্রিকেট দলের অনেক মধুর স্মৃতি। ২০০৭ সালের বিশ্বকাপ খেলতে প্রথম ওয়েস্ট ইন্ডিজ আসেন সাকিব। আর ওই বিশ্বকাপে গ্রুপ পর্যায়েই টেন্ডুলকার-সৌরভ-দ্রাবিড়দের ভারতকে বিদায় করে দেয় সাকিব-মুশফিকরা। আজকের বাংলাদেশ ক্রিকেটের মূলস্তম্ভ সাকিব, মুশফিক আর তামিম প্রত্যেকে ওই ম্যাচে অর্ধশতক করেন। আর চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অধিনায়ক মাশরাফি।
হিলটন হোটেলে ছিলেন ২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সাকিব বলেন, ‘আমাদের ওই দলের জন্য এটা একটা স্পেশাল জায়গা।’ আর এ হোটেলেই আছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিবের দল জ্যামাইকা তাল্লাওয়াস।
সাকিব বলেন, ‘বিশ্বকাপ (২০০৭) শেষ হওয়ার পর তিনদিন এখানে অনেক ট্রেনিং করি আমরা। অনেক কঠোর পরিশ্রম করি। কিন্তু সবাই উপভোগও করে।’
সাকিব বলেন, ‘আশা করি টিমের জন্য ভালো অবদান রাখতে পারব।’ নিজের, পরিবার আর বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়াও চাইলেন সাকিব।
ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ওই বিশ্বকাপে বারমুডাকে হারানোর পর দক্ষিণ আফ্রিকাকেও পরাজিত করে বাংলাদেশ।