ইয়াসিরকে হারিয়ে আরেকটি ধাক্কা পাকিস্তানের

বাংলাদেশ সফরে পাকিস্তানের চোট সমস্যা চলছেই। সফর শুরু হওয়ার আগেই ব্যাটসম্যান শোয়েব মাকসুদ আর পেসার সোহেল খান চোটের কারণে ছিটকে পড়েছেন। এবার লেগস্পিনার ইয়াসির শাহকেও হারাল পাকিস্তান।
বুধবার ফতুল্লায় অনুষ্ঠিত একমাত্র প্রস্তুতি ম্যাচে বাঁ হাতের বুড়ো আঙুলে বলের আঘাত লেগেছে ইয়াসিরের। আঘাতটা বেশ গুরুতরই। কারণ সেলাই পড়েছে তিনটা। তাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁর খেলার কোনো সম্ভাবনা নেই।
পাকিস্তান দলের ম্যানেজার নাভেদ চিমা জানিয়েছেন, ইয়াসিরের বদলি খেলোয়াড়ের নাম শিগগিরই জানানো হবে। ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তিনি খেলতে পারবেন কি না, তা অবশ্য পরিষ্কার করে কিছু জানায়নি পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত ইয়াসির ৫ টেস্টে ২৭ ও দুটি ওয়ানডে খেলে দুই উইকেট নিয়েছেন। বিশ্বকাপ দলেও ছিলেন। তবে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ৬০ রান দিয়ে উইকেটশূন্য থাকার পর আর মাঠে নামার সুযোগ পাননি।
বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও দুটো টেস্ট ছাড়াও একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে।