অবশেষে জানা গেল ভারত সফরের সময়

২০০০ সালে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। কিন্তু এরপর ১৫ বছর পেরিয়ে গেলেও একবারের জন্যও ভারত সফরে যাওয়া হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের। অবশেষে ফুরোতে যাচ্ছে অপেক্ষার প্রহর। আগামী বছরের ফেব্রুয়ারিতেই ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলবেন মুশফিক-সাকিব-তামিমরা।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী এ বছরের আগস্টেই ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু নির্ধারিত সময়ে সেটি আয়োজন করতে পারেনি ভারত। সফরটা আদৌ হবে কি না, এই আশঙ্কাও জেগেছিল বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। তবে শেষপর্যন্ত এই সফরের সময়সূচি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে হায়দরাবাদে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি।
এ বছরের ডিসেম্বরে বাংলাদেশ যাবে নিউজিল্যান্ড সফরে। ২৬ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত সেখানে খেলবে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ। এই সিরিজ শেষেই ভারত সফরের প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে।