সাকিবদের ফাইনালে ওঠার লড়াই

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএলে কঠিন পরীক্ষার সামনে জ্যামাইকা তালাওয়াস। প্রথম প্লেঅফ ম্যাচে সাকিব-গেইলদের দলের প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৫টায়।
ছয় দলের সিপিএলের শুরুটা ভালোই করেছিল জ্যামাইকা। লিগ পর্বে প্রথম আট ম্যাচের মাত্র একটিতে হার মানা দলটি সহজেই জায়গা করে নিয়েছিল শেষ চারে। কিন্তু শেষ দুই ম্যাচ হেরে যাওয়ায় বেশ ভালোই ধাক্কা খেয়েছেন সাকিব-গেইলরা।
গায়ানার বিপক্ষে অবশ্য জ্যামাইকার অভিজ্ঞতা অম্লমধুর। প্রথম মুখোমুখি লড়াইয়ে গায়ানা সাত উইকেটের জয় পেলেও পরের ম্যাচ পাঁচ উইকেটে জিতে প্রতিশোধ নিয়েছিল জ্যামাইকা।
দলকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রাখতে সাকিবের অবদান কম নয়। ১০ ম্যাচে আটবার ব্যাট করার সুযোগ পাওয়া বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ২৭.৮০ গড়ে ১৩৯ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ৫৪। বল হাতেও ভালোই পারফরম্যান্স। এবারের সিপিএলে ২৪ ওভার বল করে ১৬৮ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়েছেন সাকিব। ইকোনমি রেটও ৭। সেরা বোলিং দুই রানে দুই উইকেট।
গায়ানার কাছে হেরে গেলেও অবশ্য আশা শেষ হয়ে যাবে না জ্যামাইকার। দ্বিতীয় প্লেঅফে মুখোমুখি হতে যাওয়া সেন্ট লুসিয়া জুকস-ত্রিনবাগো নাইট রাইডার্সের বিজয়ীর সঙ্গে খেলার সুযোগ পাবেন সাকিব-গেইলরা।