ব্যর্থতার দায়ে বার্সেলোনা ছাড়ছেন জাভি
ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। চলতি মৌসুমে একের পর এক ব্যর্থতা সঙ্গী হচ্ছে স্প্যানিশ ক্লাবটির। এরই মধ্যে রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হারিয়েছে বার্সা। এ ছাড়া বিদায় নিয়েছে কোপা দেলরে থেকেও। একের পর এক ব্যর্থতার জেরে বার্সেলোনা ছাড়ছেন কোচ জাভি হার্নান্দেজ। জানিয়ে দিয়েছেন, চলতি মৌসুম শেষ হওয়ার পরই বার্সেলোনা ছাড়বেন তিনি।
গতকাল শনিবার রাতে ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হেরেছে বার্সা। ওই হারের পরপরই নিজের বিদায়ের কথা জানিয়ে দিলেন বার্সা কোচ।
জাভি বলেছেন, ‘আগামী আমি ৩০ জুন চলে যাচ্ছি। সভাপতি এবং স্টাফদের সঙ্গে মিলেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। একজন বার্সেলোনা–সমর্থক হিসেবে ক্লাবের ভালোর জন্যই আমার এই সিদ্ধান্ত। আমার মনে হয়, ক্লাবের সবদিক দিয়েই পরিবর্তন দরকার। কেউ আমাকে বলেছিল বার্সার স্যার অ্যালেক্স ফার্গুসন হতে। কিন্তু এটা অসম্ভব। বার্সায় এটা কখনো হবে না।’
ক্লাব ছেড়ে গেলেও মৌসুমের বাকি সময়ে নিজেরে সেরাটা দেওয়ার আশ্বাস জাভির, ‘আমি ক্লাবের একজন হিসেবে চিন্তা করেছি। আমার মনে হয়েছে, চলে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত। যে চার মাস বাকি আছে, আমি সবকিছু দিয়েই চেষ্টা করব। আমি মনে করি আমাদের ভালো একটি মৌসুম হবে।’
বিদায়ের ঘোষণার দিন সাংবাদিকদেরও দুষলেন বার্সা কোচ। বললেন, ‘এটা নির্মম চাকরি। আপনার সব সময় মনে হবে, আপনি মূল্য পাচ্ছেন না৷ আপনারা দেখবেন, কীভাবে তারা (সংবাদমাধ্যম) আপনাকে শেষ করে দেয়। তারা আপনার সমালোচনা করে এবং সেটা আপনাকে আক্রান্ত করে। এটা সব বার্সা কোচের সঙ্গেই হয়ে থাকে। শেষ পর্যন্ত ক্লাব ছেড়ে যেতে হয়, কাজ চালিয়ে যাওয়ার কোনো মানে থাকে না।’