ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পেলেন তামিম
লম্বা সময় ধরে মাঠের বাইরে দেশসেরা ওপেনার তামিম ইকবাল। খেলা হচ্ছে না বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ গুলোতেও। আসন্ন বিপিএল দিয়ে বাঁহাতি এই ওপেনারের মাঠে ফেরার কথা। ভক্তদের জন্য সুখবর, অনেকদিন পর কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পেলেন তামিম।
গতকাল শনিবার (৩০ নভেম্বর) ভারতের লক্ষ্ণৌ ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ক্রিকেট লিগ (বিসিএল) নামে একটি টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হয়। এই ড্রাফট থেকে এমপি টাইগার্স নামে একটি ফ্র্যাঞ্চাইজি তামিমকে কিনতে খরচ করেছে ১৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ টাকা।
জানা গেছে, এই টুর্নামেন্টে খেলবে ছয় দল। এমপি টাইগার্সের পাশাপাশি টুর্নামেন্টের অন্য পাঁচ দল সাউদার্ন স্পারটান্স, রাজস্থান রেগালস, নর্দার্ন চ্যালেঞ্জার্স, ইউপি ব্রিজ স্টার্স ও মুম্বাই মেরিনস। তবে টুর্নামেন্টটি কবে শুরু হবে সেটা এখনও জানা যায়নি। এমপি টাইগার্সে তামিমের সতীর্থ হিসেবে আছেন– দিলশান মুনাবিরা, নামান ওঝা, স্টুয়ার্ট বিনি, পবন নেগি, অমিত মিশরা, জতিন সাক্সেনা। এর মধ্যে জতিন ৫ লাখ রুপিতে দল পেয়েছেন।
চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে তামিম। মাঝে জাতীয় দলে ফেরার গুঞ্জন উঠলেও তা আলোর মুখ দেখেনি। বিপিএল দিয়েই প্রত্যাবর্তনের অপেক্ষায় এই ক্রিকেটার। গত বিপিএলে ৪৯২ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন তিনি। এবারের বিপিএলেও দলটির অধিনায়কের দায়িত্ব এই অভিজ্ঞ ক্রিকেটার।