ইসরায়েল থেকে ‘স্পাইক মিসাইল’ কিনছে যুক্তরাষ্ট্র
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার মুহূর্তে ইসরায়েল থেকে দূরপাল্লার ‘স্পাইক প্রিসিশন মিসাইল’ কেনার সিদ্ধান্ত নিয়েছে তাদের মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিন সেনারা এই মিসাইলকে নিজেদের অ্যাটাক হেলিকপ্টারগুলোতে ব্যবহার করতে চায়।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ভবিষ্যতের বিভিন্ন অভিযানকে আরো সফল করতে আপগ্রেশনের পদক্ষেপ হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। অতি উন্নত এই মিসাইলগুলো কেনার বিষয়টি এরইমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
বর্তমানে মার্কিন এপাচি হেলিকপ্টারগুলো থেকে প্রায় ১২ কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানতে সক্ষম। যদিও এতে পুরোপুরি সন্তুষ্ট নয় দেশটি।
যুক্তরাষ্ট্র এখন হেলিকপ্টার থেকে আরো দূরের লক্ষ্য যেমন, শত্রুদের ট্যাংক, বাঙ্কার ও সামরিক দলের ওপর আঘাত হানার সক্ষমতা চায়।