উইনস্টেইন ধর্ষণকারী, আদালতের রায়ের পর বুকে ব্যথা নিয়ে হাসপাতালে
ধর্ষণসহ যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন খ্যাতির চূড়া থেকে পতিত নিন্দিত সাবেক হলিউড মোগল হার্ভে উইনস্টেইন। এ রায়কে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের বিজয় হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি আদালত হলিউডের অন্যতম শক্তিশালী প্রযোজক ৬৭ বছর বয়সী হার্ভে উইনস্টেইনকে ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করেন। স্থানীয় সময় গতকাল সোমবার সাত পুরুষ ও পাঁচ নারী বিচারকের বেঞ্চ এ রায় দেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সব অভিযোগ অস্বীকার করা উইনস্টেইনের বিরুদ্ধে ২০০৬ সালে সাবেক প্রযোজনা সহকারী মিমি হ্যালেইকে যৌন নির্যাতন এবং ২০১৩ সালে তৎকালীন উঠতি অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগ প্রমাণ হয়েছে। এ দুই অপরাধে দোষী সাব্যস্ত উইনস্টেইনকে অতিসত্বর কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আগ্রাসী যৌন সহিংসতার অভিযোগ থেকে উইনস্টেইন মুক্তি পেলেও ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণ হওয়ায় সর্বাধিক ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তাঁর। লস অ্যাঞ্জেলেসের আদালতে উইনস্টেইনের বিরুদ্ধে ২০১৩ সালে দুই নারীকে নির্যাতনের অভিযোগে বিচার চলছে।
উইনস্টেইনের বিরুদ্ধে অভিনেত্রী গিনেথ প্যালট্রো, উমা থারমান, সালমা হায়েকসহ অন্তত ৮০ জন নারী যৌন নিপীড়নের অভিযোগ আনেন।
বিবিসিসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, গতকাল আদালতের রায় ঘোষণার পর বুকের ব্যথায় কাবু হয়ে পড়ায় হার্ভে উইনস্টেইনকে নিউইয়র্কের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উইনস্টেইনকে রিকার আইল্যান্ডের কারাগারে পাঠানো হবে। এরপর ১১ মার্চ উইনস্টেইনের সাজা শুরু হবে।