করোনাভাইরাসজনিত রোগে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ৯
বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস এবার বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রেও ব্যাপকভাবে সংক্রমিত হচ্ছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে অন্তত নয়জন মারা গেছেন, যাঁদের সবাই ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ব্যক্তি শতাধিক বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিএনও নিউজ।
এদিকে, আসন্ন সংকট মোকাবিলায় পর্যাপ্ত পরিমাণে করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা করার ব্যাপারে সরকারের ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন মার্কিন জনপ্রতিনিধিদের কয়েকজন। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে সব মিলিয়ে ১২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তাঁদের ২৭ জনই ওয়াশিংটনের।
রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেন্টারের চিকিৎসক ন্যান্সি মেসোনায়ার বলেন, সারা বিশ্বে এখন যে ভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, যুক্তরাষ্ট্রে এখন তা ছড়িয়ে পড়া শুরু হয়েছে।
ডা. ন্যান্সি মেসোনায়ার বলেন, ‘আক্রান্তদের মধ্যে বয়স্ক ও আগে থেকে অসুস্থ ব্যক্তির সংখ্যা এক-তৃতীয়াংশ এবং যাঁরা অপেক্ষাকৃত তরুণ ও সুস্বাস্থ্যের অধিকারী, তাঁদের শরীরে ভাইরাসের আক্রমণ অনেকটাই কম।’
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ২০২ জনে। এর মধ্যে চীনের মূল ভূখণ্ডে করোনায় মৃত্যু হয়েছে দুই হাজার ৯৮১ জনের। এ ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ছাড়িয়েছে বলে জানা গেছে।
চীনে সংক্রমণ কমে এলেও অন্যান্য দেশে বেড়ে চলেছে করোনাভাইরাসের প্রকোপ। ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ায় করোনার সংক্রমণ বেড়ে চলেছে আশঙ্কাজনক হারে।