করোনা প্রতিরোধে ১২শ কোটি মার্কিন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ কেবল বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থায়ই নয়, প্রভাব ফেলেছে অর্থনীতিতেও। এমন পরিস্থিতিতে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক গ্রুপ। করোনাভাইরাসজনিত মারাত্মক স্বাস্থ্য সংকট মোকাবিলায় ১২ বিলিয়ন বা এক হাজার ২০০ কোটি মার্কিন ডলার জরুরি সাহায্যের কথা জানিয়েছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের আর্থিক প্যাকেজের মধ্যে থাকছে নিম্নসুদে ঋণ, অনুদান ও কারিগরি সহায়তা প্রদান। বিশ্বের বিভিন্ন দেশ যখন করোনা ছড়িয়ে পড়ার প্রভাব মোকাবিলায় ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছে, সে সময়ই এমন আর্থিক সহায়তার ঘোষণা দিল বিশ্বব্যাংক। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
করোনাভাইরাসের আগ্রাসনে আক্রান্ত দেশগুলো অর্থনৈতিক মন্দার মুখে পড়তে পারে, এমন আশঙ্কার কথা এরই মধ্যে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
বিশ্বব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনায় আক্রান্ত এবং করোনার ঝুঁকিতে থাকা দেশগুলোর জনস্বাস্থ্য-সংক্রান্ত সংকট নিরসনে সাহায্য করতেই সহায়তার ঘোষণা দিয়েছে সংস্থাটি। এর পাশাপাশি অর্থনীতিতে করোনাভাইরাসের প্রভাব কমিয়ে আনতে দেশগুলোর বেসরকারি খাতের সঙ্গে কাজ করবে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেন, ‘আমরা এই (করোনাভাইরাসজনিত) রোগের সংক্রমণ কমিয়ে আনার জন্য এই পদক্ষেপ নিয়েছি।’
সংবাদমাধ্যম বিএনও নিউজ থেকে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ২০২ জনে। এর মধ্যে চীনের মূল ভূখণ্ডে করোনায় মৃত্যু হয়েছে দুই হাজার ৯৮১ জনের। এ ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ছাড়িয়েছে বলে জানা গেছে।