কোরআন ছুঁয়ে শপথ নিলেন যুক্তরাষ্ট্রে পুলিশ প্রধান (ভিডিওসহ)
যুক্তরাষ্ট্রে সাধারণত খ্রিস্টানদের পবিত্র গ্রন্থ বাইবেল ছুঁয়েই শপথ গ্রহণের প্রচলন রয়েছে। তবে এবার এর ব্যতিক্রম ঘটালেন ইব্রাহিম বেকুরা নামে তুর্কি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক।
মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন ছুঁয়েই যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের পেটারসন শহরের পুলিশ প্রধান হিসেবে শপথ নিয়েছেন তিনি। বৃহস্পতিবারের এক খবরে বিষয়টি জানিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম খালিজ টাইমস।
এ ঘটনায় এরই মধ্যে সর্বত্র আলোড়ন সৃষ্টি হয়েছে। আর সারা বিশ্বের মুসলমানদের প্রশংসায় ভাসছেন ইব্রাহিম বেকুরা।
জানা গেছে, ৬০ বছর বয়সী ইব্রাহিম বেকুরা দীর্ঘ ৩০ বছর ধরে আমেরিকার পুলিশ বিভাগে চাকরি করছেন। আমেরিকার ইতিহাসে প্রথম তুর্কি বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে কোনো শহরের পুলিশ প্রধানের দায়িত্ব পাওয়া ব্যক্তি তিনি।
ইব্রাহিম বেকুরা ছোটবেলা থেকেই পরিবারের সঙ্গে পেটারসন শহরে বাস করছেন। আর এখন তিনি শহরটির প্রধান পুলিশ কর্মকর্তা।