চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রজুড়ে লাখো নারীর পদযাত্রা
যুক্তরাষ্ট্রজুড়ে গতকাল শনিবার চতুর্থ বার্ষিক পদযাত্রায় অংশ নিয়েছেন লাখো পদযাত্রী নারী। ওয়াশিংটনে ছিল এই পদযাত্রার মূল আয়োজন। নারীর অধিকার, পরিবেশ ও জলবায়ু সংরক্ষণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী বক্তব্যের প্ল্যাকার্ডসহ বিভিন্ন স্লোগানে পদযাত্রায় অংশ নেন মার্কিন নারীরা। মূলত নারীদের আয়োজনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হলেও এ ‘নারী পদযাত্রা’র প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন পুরুষরাও।
২০১৭ সালের ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট পদে অভিষিক্ত হওয়ার পরদিন ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে নারী অধিকার, নারীদের বিরুদ্ধে বৈষম্য ও আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার জন্য বিশ্বজুড়ে নারী অধিকারকর্মীরা ট্রাম্পের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন।
ট্রাম্প প্রশাসনের অপসারণ চেয়ে নারী পদযাত্রায় অংশ নেওয়া ইসা নয়োলা বলেন, ‘আমরা ক্ষুব্ধ, নারীরা তাদের অবস্থার উন্নয়নে বাধার সম্মুখীন হচ্ছেন, আমাদের সমাজের ক্ষমতাধর পদগুলোতে বা ক্ষমতার পর্যায়ে নারীরা উঠে আসছে না। অতএব, এই প্রশাসনের থাকার অধিকার নেই।’
গতকাল শনিবার নিউইয়র্কের কলম্বাস চত্বরেও নারীরা জড়ো হন। এখানে পরিবেশ, জলবায়ু ও নারী অধিকার নিয়ে বক্তৃতা ও নাটক হয়।