চীনা করোনাভাইরাস শনাক্ত যুক্তরাষ্ট্রেও
চীন থেকে আসা যুক্তরাষ্ট্রের এক নাগরিকের দেহে নতুন করোনাভাইরাস পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি। যুক্তরাষ্ট্রে এই প্রথম নতুন চীনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হলো।
সিডিসি জানিয়েছে, চীন থেকে সিয়াটল আসা এক ব্যক্তির দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এই ভাইরাসের উৎপত্তিস্থল চীনে। প্রায় মহামারি আকার ধারণ করা চীনের রহস্যময় করোনাভাইরাসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাসে প্রায় ৩০০ জন আক্রান্ত হয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এদিকে, স্বাস্থ্যঝুঁকি এড়াতে উত্তর কোরিয়া সাময়িকভাবে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে সিডিসি জানিয়েছে, করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া মার্কিন পুরুষটির বয়স ত্রিশের ঘরে। তিনি গত ১৫ জানুয়ারি উহান থেকে সিয়াটলে পৌঁছান।
সিডিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ওই রোগীর চিকিৎসা চলছে।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘রোগীর উপসর্গ ও সাম্প্রতিক ভ্রমণের তথ্যের ওপর ভিত্তি করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সন্দেহ করছেন, এটা করোনাভাইরাস হতে পারে।’
এদিকে গতকাল মঙ্গলবার চীনের স্বাস্থ্য বিভাগ জানায়, উহান, বেইজিং, সেনঝেন ও সাংহাইয়ে নতুন ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা তিন শতাধিক, যাদের মধ্যে অন্তত ১৫ স্বাস্থ্যকর্মীও রয়েছেন। করোনাভাইরাস গোত্রের এই ভাইরাস মানবদেহের সংস্পর্শে ছড়িয়ে পড়তে পারে বলেও জানায় দেশটির স্বাস্থ্য বিভাগ। যদিও সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বিষয়টি এখনো নিশ্চিত করেননি।
চান্দ্র নববর্ষকে কেন্দ্র করে চীনে ভ্রমণ এবং ছুটি কাটাতে চীন থেকে বিদেশে যাওয়া যাত্রীর সংখ্যা বছরের অন্যান্য সময়ের চেয়ে বেশি হওয়ায় বিশ্বজুড়ে বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা চলছে।