বিমানবন্দরে আফগানদের প্রাণ বাঁচানোর সংগ্রাম (ভিডিও)
তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর দেশত্যাগ করতে শহরটির বিমানবন্দরের দিকে ছুটছেন হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে সেখানে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে রয়টার্সের খবরে জানা গেছে।
তবে কীভাবে তাঁরা মারা গেছেন, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আজ সোমবার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে কাবুল বিমানবন্দরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দর থেকে মার্কিন সেনাবাহিনীর একটি বিমান উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে এবং এ সময় বিমানে উঠতে রানওয়েতে হাজার হাজার আফগান বিমানটির সঙ্গে দৌড়াঁচ্ছেন।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।
কাবুল বিমানবন্দরে থাকা লোকজন হুড়োহুড়ি করে একটি ফ্লাইটে ওঠার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি করেন মার্কিন সেনারা।
সোমবার সকালে একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শৃঙ্খলা ফিরিয়ে আনতেই ফাঁকা গুলি করা হয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অনেকগুলো ভিডিওতে গুলির শব্দ শোনা যায়।
জানা যাচ্ছে যে, যুক্তরাষ্ট্রের ফ্লাইটগুলোয় কূটনৈতিক কর্মীদের আগে সরিয়ে নিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা বিশৃঙ্খলা ও বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়েছে।
আফগানিস্তানে আজ আক্ষরিক অর্থেই একটি নতুন দিন শুরু হয়েছে। সে দেশের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর বিজয় হয়েছে বলে দাবি করেছে তালেবান।