স্বামী-স্ত্রীর ‘ডাবল সেঞ্চুরি’, নাম লেখালেন গিনেস বুকে

যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে দেখা হয়েছিল জন ও শার্লোটের। এরপর ভালোবেসে ১৯৩৯ সালের ডিসেম্বরে বিয়ে। তারপর একে একে কাটিয়ে দিলেন ৮০টি বছর। এখনো প্রাণবন্ত জীবনযাপন করছেন এই দম্পতি।
জন হ্যান্ডারসন ও শার্লোট হ্যান্ডারসন, দুজনই ছুঁয়েছেন ১০০ বছর। জনের বয়স ১০৬, শার্লোটের ১০৫। সে হিসেবে দুজনের বয়স হয় ২১১। আর এতেই পৃথিবীতে এ সময়ের সবচেয়ে বয়স্ক দম্পতির খেতাব পেলেন তাঁরা। নাম লেখালেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

১৯৩৪ সালে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একটি ক্লাসে দেখা হয় জন ও শার্লোটের। শার্লোট হতে চেয়েছিলেন শিক্ষক, আর জন ডুবে থাকতেন ফুটবলে। খেলতেন বিশ্ববিদ্যালয়ের লংহর্নস দলের হয়ে। এরই মধ্যে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বয়স্ক জীবিত সাবেক ফুটবলার হিসেবে খেতাব পেয়েছেন জন।
এই বয়স্ক দম্পতির বাস টেক্সাসের লংহর্ন গ্রামে। এই দম্পতি জানান, স্বাস্থ্যের দিক থেকে এখনো বেশ সুস্থই রয়েছেন তাঁরা। এ ছাড়া সুখ ও স্বাচ্ছন্দ্যেই জীবন অতিবাহিত করছেন।
দুজনের এত বছর কাটিয়ে দেওয়ার রহস্য জানতে চাইলে জন জানান, পরিমিত জীবনযাপন করতে হবে। এ ছাড়া একে অন্যের প্রতি সৌহার্দ্য বজায় রাখতে হবে।
