হলিউড অভিনেত্রী রাকেল ওয়েলচ আর নেই

সত্তর ও আশির দশকের সাড়া জাগানো হলিউড অভিনেত্রী রাকেল ওয়েলচ আর নেই। গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ৮২ বছর বয়সে নিজ বাসায় তিনি মারা যান। তাঁর ম্যানেজার জানিয়েছেন, অসুস্থতা বোধ করার কিছুক্ষণ পরেই এই তারকা শান্তিপূর্ণভাবে মারা গেছেন। খবর আল-জাজিরার।
‘ওয়ান মিলিয়ন ইয়ার বিসি’ সিনেমার মাধ্যেমে এই অভিনেত্রী হলিউডে যাত্রা শুরু করেন। ১৯৬৬ সালের ‘ওয়ান মিলিয়ন ইয়ারস বিসি’ চলচ্চিত্রে বিকিনি পরে অভিনয়ের জন্য আলোচনায় আসেন রাকেল। এ ছাড়া তিনি ১৯৭৪ সালে ‘দ্য থ্রি মাস্কেটার্স’-এ অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছিলেন।
রাকেল ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠেন। সেখানে তিনি কিশোরী সুন্দরী প্রতিযোগিতা জিতেছিলেন। এরপর স্থানীয় আবহাওয়া পূর্বাভাসক হিসেবে কাজ করেন। এ ছাড়া তিনি একটি পোশাকের দোকানের জন্য মডেলিং করেছিলেন। ককটেল ওয়েট্রেস হিসেবেও কাজ করেছেন।
তাঁর মৃ্ত্যুতে টিভি হোস্ট রোজি ডোনেল ও অভিনেতা ক্রিস মেলনি টুইটারে শোক বার্তা পাঠান। লেখক ও পরিচালক পল পেইজ বলেন, ‘তিনি ছিলেন দয়ালু, মজার ও একজন ভালো অভিনেত্রী যাকে আমি ছোটবেলায় ভালোবাসতাম। আমরা একজন সত্যিকারের অভিনেত্রীকে হারিয়েছি।
অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন গায়ক ও নৃত্যশিল্পী। এর মাধ্যেমে তিনি অনেক সমালোচককে অবাক করে দিয়েছেন।’