৫০ কোটি ডলার খরচ করে প্রেসিডেন্ট প্রার্থিতার দৌড় থেকে সরে গেলেন ব্লুমবার্গ
চলতি বছর অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বাছাই দৌড়ে ৪০ কোটি ৯০ লাখ (৪০৯ মিলিয়ন) মার্কিন ডলার খরচ করেও সরে দাঁড়ালেন ধনকুবের মাইকেল ব্লুমবার্গ। সুপার টুইসডেতে ডেমোক্র্যাট দলীয় ডেলিগেটদের ভোটাভুটিতে হতাশাজনকভাবে পরাজয়ের পরই এ ঘোষণা দিলেন ৭৮ বছর বয়সী নিউইয়র্কের সাবেক এই মেয়র।
এক বিবৃতিতে ব্লুমবার্গ বলেন, প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পকে পরাজয়ের প্রত্যাশায় তিন মাস আগে তিনি প্রার্থী হতে চেয়েছিলেন, আর একই প্রত্যাশা নিয়েই সরে দাঁড়াচ্ছেন তিনি। পাশাপাশি ডেমোক্র্যাট দলীয় জনপ্রিয় প্রার্থী ও সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন ব্লুমবার্গ।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, গত জানুয়ারির শেষ নাগাদ নির্বাচনের কাজে ব্লুমবার্গ ৪০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ব্যয় করেছেন। তবে সুপার টুইসডে ভোটাভুটির জন্য গত মাসে তিনি আরো অনেক অর্থ ব্যয় করেছেন বলে তথ্য পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ১৪টি অঙ্গরাজ্যে গত মঙ্গলবার ডেমোক্র্যাট দলীয়দের ভোটাভুটিতে শুধু আমেরিকান সামোয়া অঞ্চলে জয় পেয়েছিলেন মাইকেল ব্লুমবার্গ। অন্যদিকে, জো বাইডেন জিতেছেন ১০টি অঙ্গরাজ্যে। প্রার্থী বাছাই দৌড়ে ক্যালিফোর্নিয়া রাজ্যে জয় নিয়ে সিনেটর বার্নি স্যান্ডার্স রয়েছেন দ্বিতীয় অবস্থানে।