আইএসের ‘পতনের মুখে’ মসুলে ইরাকের রাষ্ট্রপতি
মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের কাছ থেকে মসুল পুনরুদ্ধার করায় ইরাকি সেনাদের স্বাগত জানাতে শহরটি সফর করেছেন ইরাকের প্রেসিডেন্ট হায়দার আল-আবাদি।
গতকাল রোববার মসুলে সফরে যান আবাদি।
প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানায়, মসুল এখন মুক্ত, তবে দু-একটি এলাকা এখনো আইএসের নিয়ন্ত্রণে আছে।
ইরাকের সেনাবাহিনী ও জনগণকে স্বাগত জানাতেই রোববার আবাদি সেখানে পৌঁছান বলে ওই বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে আবাদি বলেন, ‘জয় সুনিশ্চিত। চারদিকে এখন তাদের (আইএস) ধ্বংসাবশেষ পড়ে আছে। আমাদের জনগণের বড় বিজয় ঘোষণা এখন শুধু সময়ের ব্যাপার।’
আবাদি সেখানে পৌঁছানোর পর রাস্তায় রাস্তায় বিজয় মিছিল নামে, তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তবে সেখানে তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
প্রেসিডেন্টের দপ্তরের ওই বিবৃতিতে আরো জানানো হয়, মসুলের ওল্ড সিটির কাছে যে ক্ষুদ্র এলাকা এখনো আইএসের নিয়ন্ত্রণে আছে, তা পুনরুদ্ধারের পরই এ বিজয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
বিবিসি সূত্রে জানা যায়, মসুলে এখনো বিমান হামলা ও গোলাগুলি চলছে। সেখানকার আকাশে রোববারও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
ইরাকি সেনারা মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সহায়তায় গত বছরের ১৭ অক্টোবর থেকে মসুল পুনরুদ্ধারের লড়াই শুরু করেছিল। তাদের সঙ্গে এ যুদ্ধে আরো যোগ দেয় কুর্দিশ পেশমেরগা যোদ্ধা, সুন্নি ও শিয়াদের কয়েকটি গোষ্ঠী।
ইসলামিক স্টেট ২০১৪ সালে মসুল দখল করে গ্র্যান্ড আল-নুরি মসজিদ থেকে তাদের খেলাফতের ঘোষণা দিয়েছিল।