রাশিয়া আকাশসীমা লঙ্ঘন করেছে : তুরস্ক
রাশিয়ার বিরুদ্ধে আবার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ করে।
বিবিসির খবরে বলা হয়, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সিরিয়া সীমান্তসংলগ্ন আকাশসীমায় প্রবেশ করে রাশিয়ার বিমান। তবে এ অভিযোগকে ‘ভিত্তিহীন প্রপাগান্ডা’ বলে আখ্যা দিয়েছে রাশিয়া।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাশিয়ার এসইউ-৩৪ বিমান তুরস্কের আকাশসীমায় প্রবেশ করে। রুশ ও ইংরেজি ভাষায় কয়েকবার সতর্ক করার পরও তাতে কর্ণপাত করেননি বিমানের পাইলট।
এ ঘটনায় আঙ্কারায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ‘বিমান অনুপ্রবেশের’ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। শনিবার তিনি সাংবাদিকদের বলেন, এ ধরনের অবিবেচক আচরণের মাধ্যমে রাশিয়া লাভবান হবে না। এতে করে রাশিয়ার সঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলোর সম্পর্কেরও অবনতি হবে। এ ছাড়া আঞ্চলিক ও বিশ্বশান্তির জন্যও বাধা হয়ে দাঁড়াবে এ ধরনের আচরণ।
গত বছরের নভেম্বরে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে একটি রুশ বিমান ভূপাতিত করে তুরস্ক। এর পর থেকে দুদেশের সম্পর্কের অবনতি হয়।