বড় জয় পেয়েছেন হিলারি ও ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নের দৌড়ে আরেক ধাপ এগিয়ে গেলেন ডেমোক্রেট হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কয়েকটি অঙ্গরাজ্যের ভোটে দুজনেই বড় জয় পেয়েছেন। নভেম্বরের নির্বাচনে এ দুজনই লড়বেন বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, গতকালের ভোটে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়নপ্রত্যাশী মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প মেরিল্যান্ড, ডেলাওয়্যার, পেনসিলভানিয়া, কানেকটিকাট ও রোডস আইল্যান্ড—এই পাঁচটি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন। অন্যদিকে ডেমোক্রেট দল থেকে মনোনয়নপ্রত্যাশী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন মেরিল্যান্ড, পেনসিলভানিয়া ও ডেলাওয়্যারে বড় জয় পেয়েছেন। ডেমোক্রেট দলের অপর মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্স রোডস আইল্যান্ডে জয় পেয়েছেন। তবে এখনো কানেকটিকাট ডেমোক্রেটিক দলে প্রাইমারির ভোট হয়নি।
বড় জয়ের পর এক বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি আশার চেয়েও বড় জয় পেয়েছেন। নিজেকে তাই সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী মনে করেন তিনি।
গত সপ্তাহে নিউইয়র্কের বড় জয়ে ডোনাল্ড ট্রাম্প মনোনয়নের জন্য প্রয়োজনীয় এক হাজার ২৩৭ ডেলিগেট অর্জনের কাছাকাছি চলে গেছেন। উল্লেখসংখ্যক ডেলিগেট পেলে আগামী জুলাইয়ে অনুষ্ঠেয় রিপাবলিকান সম্মেলনে সরাসরিই মনোনয়ন দাবি করতে পারবেন তিনি। ওই সম্মেলন সামনে রেখে ট্রাম্পের মনোনয়ন নিয়ে বিতর্ক তুলেছেন রিপাবলিকান অপর মনোনয়নপ্রত্যাশী টেড ক্রুজ ও জন ক্যাসিচ।
এদিকে হিলারি ক্লিনটনের বড় জয় এক অর্থে বার্নি স্যান্ডার্সের প্রতি সরে দাঁড়ানোর ইঙ্গিত। মনোনয়নের জন্য ক্লিনটনের প্রতি ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রমণ বন্ধ করতে হবে স্যান্ডার্সকে। এমন কর্মকাণ্ড নভেম্বরে নির্বাচনে হিলারির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অনলাইন ডেস্ক